images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ একগুচ্ছ নতুন ইমোজি আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৬ মার্চ ২০২৩, ১০:২৮ এএম

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ইমোজি আনল। অ্যাপটির মেসেজ অপশনে নতুন ২১টি ইমোটিকন অ্যাড হতে চলেছে। এছাড়াও গ্রুপ চ্যাট ম্যানেজের জন্য নতুন একটি টুলও আনতে চলেছে মেটা। 

হোয়াটসঅ্যাপ বেটা ইনফো জানিয়েছে, ইতিমধ্যে অ্যানড্রয়েড বেটা ইউজারদের কাছে পরীক্ষা-নিরিক্ষার জন্য পৌঁছে গিয়েছে সেইসব ইমোজি। তবে সেই সব ইমোজির জন্য মোটেও আলাদা করে কিবোর্ড ব্যবহার করতে হবে না ইউজারদের। চ্যাটের মধ্যেই ট্রান্সমিট করে দেওয়ার ভাবনা রয়েছে মেটার।

imojiসম্প্রতি ইউনিকোড ১৫.০ রিলিজ করেছে হোয়াটসঅ্যাপ। তারই উল্লেখযোগ্য আপডেট হতে চলেছে নয়া এই ইমোটিকনগুলো। হাঁস, কাক, ওয়াইফাই, বাঁশি, জাপানিজ ফ্যান, আদা, ব্রাশ, ফ্লাওয়ার, ব্লু জেলিফিশ, পরীডানা, গাধা, বিভিন্ন রঙের হার্ট রয়েছে নতুন আসা ইমোজির তালিকায়। তার সঙ্গেই থাকবে চিৎকার করার ইমোটিকনও।

দিনে দিনে আমাদের মনের ভাব প্রকাশের একটি অঙ্গ হয়ে উঠেছে ইমোটিকন। যে কথা মুখে বলার নয়, লিখে পাঠানোর নয়, সেই কথাও বলে দিতে পারে একটি ইমোজি। ফলে ব্যবহাকারীদের মধ্যে ক্রমশ বাড়ছে ইমোজির আদান-প্রদান। 

এজেড