images

তথ্য-প্রযুক্তি

মোবাইল ফোন ভালো রাখার টিপস

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৫ পিএম

মোবাইল ফোন ছাড়া একটি দিনও যেন কল্পনা করা যায় না। দরকারি এ ডিভাইসটি বিকল হয়ে গেলে ঝামেলার শেষ থাকে না। সঠিক যত্ন সম্পর্কে জানা না থাকার ফলে অনেক সময় মোবাইল সেট নষ্ট হয়ে যায় বা সমস্যায় পরতে হয়। আপনার প্রিয় মোবাইল ফোন দীর্ঘদিন ভালো রাখার জন্য এর ব্যবহারে হতে হবে সচেতন। আসুন জেনে নিই কীভাবে যত্ন নিলে দীর্ঘদিন ভালো থাকবে ফোন।

ফোন পরিষ্কার রাখুন

সবসময় ফোন শুকনা ও পরিষ্কার রাখতে চেষ্টা করুন। যদি ও সব সময় হয়তো এটা সম্ভব হবে না, কিন্তু চেষ্টা করতে হবে যেন ফোনটা পরিষ্কার থাকে। আর তা না হলে একটা নির্দিষ্ট সময় পর পর আপনি এটাকে টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করতে পারেন।

phone

ভালো স্ক্রিন প্রটেক্টর ও কেসিং 

ফোনে ভাল মানের গ্লাস স্ক্রিন গার্ড ও ফোন কেস লাগান। এতে স্ক্রিনের ক্ষতি হবে না। হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ফোনের ব্যাকসাইডের জন্য একটা হাই কোয়ালিটি কেস ইউজ করা জরুরি। এটা ফোনের বডিতে কোন প্রকার স্ক্র্যাচ পড়া থেকে ফোনকে বাঁচায়।

চার্জিংয়ের ব্যাপারে সতর্ক থাকুন

মোবাইল ফোন ঘন ঘন চার্জ দেয়া উচিত নয়। অর্ধেক চার্জ শেষ হলে তবেই চার্জ দেয়া ভালো। ব্যাটারি লো হওয়া পর্যন্ত অনেকে ফোন ব্যবহার করে কিন্তু এটা করলে ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আবার সারারাত মোবাইল ফোন চার্জে দিয়ে অনেকে ঘুমিয়ে পড়ে ,যা একদমই ঠিক নয়। চার্জ হওয়ার সঙ্গে সঙ্গে প্লাগ খুলে ফেলুন। ফোনে দীর্ঘক্ষণ চার্জ রাখতে অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করুন।

tips

অতিরিক্ত গরম থেকে ফোন দূরে রাখুন

ওভারহিটিং ফোনের লাইফ দ্রুত নষ্ট করে দেয়। তাই যতটা সম্ভব এটাকে নরমাল আর ন্যাচারাল তাপমাত্রায় রাখতে হবে। সূর্যের সরাসরি তাপ থেকে ফোন দূরে রাখুন। এটা করতে পারলে আপনি আপনার ফোন থেকে সবচেয়ে বেশি সময় ভালো আউটপুট পাবেন।

প্রয়োজনীয় অ্যাপস আপডেটেড রাখুন

ফোনের প্রয়োজনীয় এপসকে আপডেট রাখতে হবে। এটা আপনাকে ফাস্ট এবং স্মুথ ইউজিং এক্সপেরিয়েন্স প্রদান করবে এবং একই সঙ্গে অ্যাপসগুলো থাকবে সিকিউরড। আপনি ইউজ করতে পারবেন এপগুলোর লেটেস্ট ফিচার গুলো।

tips

ফোনের স্পেস খালি রাখুন

ফোন মেমোরি এবং এসডি কার্ড দুই জায়গাতেই আপনার উচিত হবে স্পেস খালি রাখা। স্পেস খালি রাখলে স্টোরেজ খুব দ্রুত ডাটা রিড এবং রাইট করতে পারে, এর ফলে আপনার ইউজিং এক্সপেরিয়েন্স হবে বেটার। এজন্য অপ্রয়োজনীয় ফাইল ও অ্যাপস রিমুভ করে দিন।

ফোন রিস্টার্ট করুন

ফোনকে নিয়মিত না হলেও মাঝে মাঝে রিস্টার্ট দেওয়া উচিত। প্রতিদিন না হলেও ২-৩ দিন পর পর একবার ফোন রিস্টার্ট দেওয়া জরুরি। এতে ফোনের পারফরম্যান্স হবে খুবই স্মুথ। 

tipsউপরের এই টিপসগুলো সঠিকভাবে মেনে চলার মাধ্যমে আপনি আপনার ফোনের লং একটা লাইফ এনসিউর করতে পারবেন। মোবাইল ফোন ভাল রাখার জন্য ব্যাক কাভার ও প্রটেক্টরের দাম সম্পর্কে জেনে নিতে পারবেন বিডিস্টল ডট কম থেকে।    

এজেড