images

তথ্য-প্রযুক্তি

সবার জন্য ‘ম্যাজিক ইরেজার’ উন্মুক্ত করছে গুগল

মাহমুদুল হাসান তুহিন

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৪ পিএম

গুগলের ম্যাজিক ইরেজার ফিচারটি পিক্সেল ৬ স্মার্টফোনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল। এই ফিচারটি মূলত গুগলের পিক্সেল মোবাইল ব্যবহারকারীদের জন্য ছিল। কিন্তু এখন এই ফিচারটি গুগল ওয়ান ব্যবহারকারী অ্যানড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে শুধুমাত্র প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা গুগল ফটোস অ্যাপের মাধ্যমে এই ফিচারটি ব্যবহার করতে পারে।

Googole Magic Eraserম্যাজিক ইরেজার ফিচারের মাধ্যমে ছবির অনাকাঙ্ক্ষিত অংশ মুছে ফেলা যায়। এটির ‘ক্যামোফ্লেজ’ ফাংশনের মাধ্যমে একটি ছবির ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে অপ্রত্যাশিত জিনিসগুলোকে মুছে ফেলা যায়। এক্ষেত্রে গুগল ওয়ানের প্রিমিয়াম সাবস্ক্রাইবার হতে হবে। তবে পিক্সেল মোবাইল ব্যবহারকারীরা এই সাবস্ক্রিপশন ছাড়াই ব্যবহার করতে পারবেন।

Googole Magic Eraserগুগল ওয়ান সাবস্ক্রাইবার এবং পিক্সেল ব্যবহারকারীদের জন্য এডিটিং ফিচার্স যেমন— ভিডিওর জন্য এইচডিআর এবং ছবির চমৎকার কোলাজ যুক্ত করা হচ্ছে। নতুন ফটো এডিটিং ফিচারটি আসতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে গুগল।

সূত্র: দ্যা ভার্জ

এমএইচটি