images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে পিকচার-ইন-পিকচার সুবিধা এসেছে আইফোনে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪১ পিএম

নিরবচ্ছিন্ন গ্রাহক সুবিধা নিশ্চিতে মেটা মালিকানাধীন সবগুলো অ্যাপস প্রতিনিয়ত আপডেট করা হয়। যুক্ত করা হয় নতুন নতুন ফিচার। সেই ধারাবাহিকতায় আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। সর্বশেষ আপডেটে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা যুক্ত করা হয়েছে।

এই ফিচারের কাজ হলো ভিডিও কল চলাকালীন যেকোনো অ্যাপ চালু করলে ভিডিও কলটি ভাসমান স্ক্রিনের মত ছোট হয়ে যাবে। গত বছরের শেষ দিকে নতুন এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে ফেসবুকের ম্যাসেঞ্জারের মাধ্যমে কমবেশি সবাই এই ফিচারের সঙ্গে পরিচিত।

WhatsAppমূলত ভিডিও কল চলাকালীন অন্য অ্যাপস দেখা, ব্রাউজিং ইত্যাদি কাজ করার সুযোগ দেয় এই ফিচারটি। এখন থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে এই সুবিধা পাবেন আইওএস ব্যবহারকারীরা। যদি সব আইওএস ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা এখনই পাবেন না। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটে এই ফিচার পেয়ে যাবেন।

সম্প্রতি একসঙ্গে ১০০ ছবি ও ভিডিও পাঠানোর সুবিধাসহ আরও বেশকিছু আপডেট এনেছে  হোয়াটসঅ্যাপ।

সূত্র: দ্যা ভার্জ

এমএইচটি