তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৮ পিএম
তুরস্কে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা প্রদান করেছে বাংলালিংক। এছাড়া বাংলালিংক গ্রাহকরা তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত তাদের পরিবার ও পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করতে ফ্রি আইএসডি কল করতে পারবেন। বিনামূল্যে কলের এই সুবিধা ২৩ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত পাওয়া যাবে।
বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানের নেতৃত্বে বাংলালিংকের একটি প্রতিনিধিদল আজ ঢাকায় তার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির (টিআইকেএ) কার্যালয়ে প্রতিষ্ঠানটির কান্ট্রি কো-অর্ডিনেটর সেভকি মের্ট বারিসের কাছে এই ত্রাণ হস্তান্তর করে।
উদ্যোগটির আওতায় তুরস্কের ভূমিকম্প কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে গরম পোশাক ও স্লিপিং ব্যাগ বিতরণ করা হবে।
বাংলালিংকের প্রধান নির্বাহ এরিক অস বলেন, আমরা বিশ্বাস করি, এমন একটি বিপর্যয়ের সময় সামাজিকভাবে দায়বদ্ধ একটি কোম্পানি হিসেবে আমাদের প্রচেষ্টা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বাংলালিংক এই উদ্যোগের মাধ্যমে এই প্রতিকূল সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে। ভূমিকম্প কবলিত এলাকায় যারা তাদের নিকটজনদের হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।
এজেড