images

তথ্য-প্রযুক্তি

মাত্র ৯ মিনিটেই ফুল চার্জ হবে রিয়েলমির এই ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৩, ০১:২৯ এএম

অভাবনীয় ফাস্ট চার্জিং প্রযুক্তির ফোন আনছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি শিগগিরই বাজারে আনছে রিয়েলমি জিটি নিও ৫ মডেলের ফোন। এই ফোনটিতে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। রিয়েলমি দাবি করছে এই সুপার চার্জিং অ্যাডাপ্টর মাত্র ৯ মিনিটেই স্মার্টফোনটিতে ফুল চার্জ করতে সক্ষম হবে। 

গত দুই বছর ধরে ফাস্ট চার্জিং নিয়ে স্মার্টফোনের বাজারে তুমুল প্রতিযোগিতা চলছে। সমস্ত প্রযুক্তি সংস্থাগুলো তাদের ফোনগুলো দ্রুত চার্জিংসহ বাজারে আনছে। বর্তমানে এমন ফোনও বাজারে পাওয়া যাচ্ছে যেগুলো ২০ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। 

realmiরিয়েলমি জানিয়েছে, তাদের চার্জিং অ্যাডাপ্টর ২০০ ওয়াটের পাওয়ার রেটিং পাবে এবং ১৫০০ বারের বেশি চার্জ করা যাবে। ২৪০ ওয়াটের চার্জিং প্রযুক্তি ৮৫ ডিগ্রি তাপমাত্রা এবং ৮৫ ডিগ্রি আর্দ্রতার সাথে কাজ করবে।

রিয়েলমি জিটি নিও ৫ মডেলের ফোনটিতে ফুল এইচডি রেজুলেশনসহ ৬.৭ ইঞ্চির ১.৫ কে ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট মিলবে। 

এই ডিভাইসটি ৩.২ গিগাহার্টজ ক্লক স্পিডের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে।

realmiফটোগ্রাফির জন্য রিয়েলমির নতুন এই ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ একটি ৫০ মেগাপিক্সেলের আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা দেখা যাবে।

স্মার্টফোনটিতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং আরজিবি লাইট এফেক্ট সহ একটি প্লাস্টিকের বডি থাকবে।

এজেড