images

তথ্য-প্রযুক্তি

যেসব স্মার্টফোন রিমোট হিসেবে ব্যবহার করা যায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২২, ০৮:৩৩ এএম

এখনকার অনেক ফোনের উপরের দিকে ছোট্ট একটি ছিদ্র থাকে। এই ছোট ছিদ্রযুক্ত ফোনকে রিমোট হিসেবে ব্যবহার করতে পারেন। ফোনের এই রিমোট দিয়ে স্মার্টটিভি কিংবা এয়ার কন্ডিশন নিয়ন্ত্রণ করা যায়। 

মূলত ফোনের এই ছিদ্র দিয়ে নির্গত হয় ইনফ্রারেড রশ্মি। আইআর ব্লাস্টারের মাধ্যমে যেকোনও অ্যাপলায়েন্সের রিমোট কাজ করে।

remoteআইআর ব্লাস্টার কী?

সাধারণত ফোনের উপরে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাকের পাশে একটি ছোট্ট কালো বিন্দু থাকে। এই বিন্দুটি ফোনের আইআর ব্লাস্টার হিসাবে কাজ করে। যা ব্যবহার করে আপনি টিভি ও এসির রিমোট হিসাবে স্মার্টফোনকে ব্যবহার করতে পারবেন। 

এছাড়াও সেট টপ বক্স, সাউন্ড সিস্টেম সহ বিভিন্ন অ্যাপলায়েন্স বিছানায় বসে নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন থেকে। 

আই আর ব্লাস্টারের সুবিধা হল এই রিমোট কাজ করার জন্য ব্লুটুথ পেয়ারিংয়ের প্রয়োজন হয় না, ফলে অনেক বেশি সংখ্যক ডিভাইস সাপোর্ট করে এই রিমোটগুলো।

তবে সব ফোনে আইআর ব্লাস্টারr থাকে না। আইআর ব্লাস্টার চালানোর জন্য বিশেষ অ্যাপের প্রয়োজন হলেও হার্ডওয়্যার সাপোর্ট ছাড়া এই ফিচার কাজ করবে না। তাই ফোন কেনার আগে দেখে নিতে হবে ফোনে আইআর ব্লাস্টার রয়েছে কিনা। 

remoteবেশিরভাগ রেডমি ও শাওমি ফোনে এই ফিচার দেখা যায়। এছাড়াও ভিভো, পেকো ও স্যামসাং কিছু ফোনেও উপস্থিত রয়েছে এই ফিচার।

জেনে রাখা প্রয়োজন প্লে স্টোর থেকে আইআর ব্লাস্টার অ্যাপ ডাউনলোড করলেই ফোন রিমোট হিসাবে কাজ করবে না। এই জন্য ফোনে বিশেষ IR Blaster হার্ডওয়্যার থাকা বাধ্যতামূলক। তবে যে সব ফোনে এইহার্ডওয়্যার থাকে সেই সব ফোনে এই অ্যাপ প্রি ইনস্টলড থাকে।

এজেড