images

তথ্য-প্রযুক্তি

স্মার্টফোনে ছোট্ট এই ছিদ্র কেন থাকে জানেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২২, ০২:৩০ এএম

প্রতিদিন স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু এর অনেক কিছুই হয়তো আপনার অজানা। ফোনে এমন কিছু প্রযুক্তি রয়েছে যেগুলো দেখলেও এর সম্পর্কে জানা নেই অনেকেরই। এমনই একটি অজানা বিষয় হলো ফোনে থাকা ছোট্ট একটি ছিদ্র। যা আপনার চোখে পড়েছে ঠিকই। অথচ এটা নিয়ে আপনি মাথা ঘামাননি।

এই ছোট ছিদ্রটি স্মার্টফোনের নিচে রয়েছে। ফোনের চার্জিং পোর্টের নিচে ছিদ্রটি দেখতে পাবেন।  এই ছোট মনে হলেও বাস্তবে এটি অনেক কাজে লাগে। এর মাধ্যমে আপনি আরও ভালো কল করার অভিজ্ঞতা পাবেন। 

hole

এটি আপনার কলগুলোতে আরও উন্নত গুণমান নিয়ে আসে। আসলে এটি একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক যা এখন প্রতিটি স্মার্টফোনে দেওয়া হয়। এই কারণে আপনি শান্তভাবে ভাল মানের কল করতে পারবেন। যদি এটি না থাকে তবে আপনার পক্ষে কথা বলা কঠিন হবে।

আপনি যদি এই ছিদ্রটিকে ছোট বলে মনে করেন বা ভাবেন যে এই বৈশিষ্ট্যটি খুব বেশি কাজ করে না,তাহলে এই ভুল ধারণা ভুলে যান। এই ছোট জায়গায় কারণে,আপনার চারপাশের কোলাহল সম্পূর্ণরূপে মুছে ফেলা সম্ভব হবে। এই ছিদ্রের সাহায্যে আপনি প্রচুর শব্দের মধ্যে থাকলেও কলে অন্যের রণ্ঠস্বর শুনে পাবেন। এমনকি সেই ব্যক্তিও আপনার গলা ভালোভাবে শুনতে পারবে। 

hole

এই ফিচারটি প্রতিটি স্মার্টফোনে দেওয়া আছে। যদি কোনও ফোনে এটি না দেওয়া হয় তবে আপনার কল করা খুব কঠিন হয়ে দাঁড়াবে।

এজেড