images

তথ্য-প্রযুক্তি

যেসব গেমস বেশি খেলা হয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৭ পিএম

কম্পিউটার কিংবা স্মার্টফোনে অনেকেই গেমস খেলেন। ফিচার ফোনের গেমেও কেউবা মজেন। এখনকার গেমসগুলোর বেশিরভাগই অনলাইন নির্ভর। কিছু কিছু গেমস আছে যেগুলো সারা পৃথিবীতেই খেলা হয়। বিশ্বব্যাপী জনপ্রিয় এমন কয়েকটি গেমস সম্পর্কে জানুন। 

gamesপাবজি মোবাইল

বিশ্বের আনাচে-কানাচে পৌঁছেছে পাবজি মোবাইল। এই গেমটির নাম শোনেনি এমন তরুণ খুঁজে পাওয়াই যেনো কঠিন! বিশ্বব্যাপী জনপ্রিয় গেমসের তালিকায় শীর্ষস্থানে রয়েছে এটি।

gamesগেরিনা ফ্রি ফায়ার

গেরিনা ফ্রি ফায়ার গেমটি ফ্রি ফায়ার ব্যাটলগ্রাউন্ডস বা ফ্রি ফায়ার নামেও পরিচিত। এটি একটি ব্যাটল রয়্যাল গেম, যা ১১১ ডটস স্টুডিও ডেভেলপ করেছে। অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইস ব্যবহারকারীরা গেমটি উপভোগ করতে পারেন। ২০১৯ সালে এটি বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা মোবাইল গেম হয়ে উঠেছিল। ফ্রি ফায়ার বিশ্বজুড়ে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করেছে।

gamesএক্সবক্স

এক্সবক্সে একাধিক জনপ্রিয় গেমস রয়েছে। তার মধ্যে কয়েকগুলো বর্তমানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। লুনার নিউ ইয়ার সেলে কম খরচে পাওয়া যাচ্ছে এক্সবক্সের গেম। এই প্লাটফর্মে খেলা যায় ফিফা, ব্যাটলফিল্ড ইত্যাদি। 

এজেড