images

তথ্য-প্রযুক্তি

স্পেশাল এডিশনে এলো গ্যালাক্সি জেড ফ্লিপ ৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৯ নভেম্বর ২০২২, ১০:০৯ এএম

এ বছরের মাঝামাঝিতে বাজারে এসেছিল স্যামসাংয়ের ফ্লিপ ফোন গ্যালাক্সি জেড ফ্লিপ ৪। ফোনটি বাজারে আসতে না আসতেই লুফে নেয় স্যামসাংভক্তরা। এবার এই ফোনটির একটি স্পেশাল এডিশন বাজারে এলো। ভার্সনটির নাম ‘মেইসন মারগিলা এডিশন’।

ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৬৮৮ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১ লাখ ৮০ হাজার ২৭৭ টাকা। 

হাইএন্ডের এই ডিভাইস স্যামসাং মাত্র ১০০ ইউনিট বিক্রি করবে। ১ ডিসেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার বাজারে ফোনটি পাওয়া যাবে। 

samsung

তবে ফোনটি চাইলেই কেনা যাবে না। এজন্য র‌্যাফেল ড্রতে অংশ নিতে হবে। র‌্যাফেল ড্র হবে স্যামসাংয়ের ওয়েবসাইটে।

বিজয়ী ক্রেতাদের তালিকা তৈরি করা হবে ২ ডিসেম্বর। 

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ সর্বপ্রথম বাজারে আসে ২৫ আগস্ট। অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমচালিত এই ডিভাইসে রয়েছে ৬.৭ ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ৮ জিবি র‌্যামের এই ফোনে দুইটি ডিসপ্লে রয়েছে। ফোনটি ভাঁজ করলে ছোট আকার ধারণ করে। খুললে ৬.৭ ইঞ্চির ডিসপ্লের আকার নেয়। 

ব্যাকআপের জন্য হ্যান্ডসেটটিতে রয়েছে ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটরি। 

এজেড