images

তথ্য-প্রযুক্তি

নতুন ৩ ফোন আনছে স্যামসাং শাওমি ও ওয়ানপ্লাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৮ নভেম্বর ২০২২, ১২:৩৫ পিএম

বাজারে নতুন ফোন আনছে স্যামসাং শাওমি ও ওয়ানপ্লাস। অত্যাধুনিক প্রযুক্তির ফোনগুলো শিগগিরই বাজারে আসছে। আপকামিং ফোনগুলোর ফিচার সম্পর্কে জানুন। 

miস্যামসাং

স্যামসাং শিগগিরই গ্যালাক্সি সিরিজের নতুন ফোন আনছে। ফোনটির মডেল গ্যালাক্সি এস২৩। গ্যালাক্সি এস সিরিজের পরবর্তী ফোন হবে এস ২৩। স্যামসাংয়ের এই নতুন সিরিজটি ২০২৩ সালের শুরুতে দেখা যাবে। রিপোর্ট বলছে, এটি স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন, ২ চিপসেট সহ বাজারে আসতে পারে।

oneplusওয়ানপ্লাস 

রিপোর্ট বলছে, ওয়ানপ্লাসের আসন্ন নতুন সিরিজ ওয়ানপ্লাস ১১-এ প্রো ভেরিয়েন্ট আর রিলিজ করা হবে না। তার পরিবর্তে ওয়ানপ্লাস ১১ স্মার্টফোন এই সিরিজের শেষ ফোন হতে পারে। নতুন মোবাইলটি স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ও ২ চিপসহ দেখা যাবে।

miশাওমি 

শাওমি ১৩ সিরিজ শিগগিরই বাজারে লঞ্চ হতে পারে। এই সিরিজের বড় ক্যামেরা সেন্সরের সঙ্গে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ও ২টি চিপসেট দেখা যাবে।

এজেড