images

তথ্য-প্রযুক্তি

সাউথ-ইস্ট এশিয়ার স্টার্টআপ সামিট অনুষ্ঠিত 

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২২ নভেম্বর ২০২২, ০১:১৮ পিএম

নবীন উদ্যোক্তাদের স্টার্ট-আপ প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে উপ-আঞ্চলিক সহযোগিতার প্রতিশ্রুতির সঙ্গে পর্দা নামলো প্রথমবারের মত আয়োজিত সাউথ-ইস্ট এশিয়ার স্টার্টআপ সামিট।

ইন্সপায়ারিং বাংলাদেশের আয়োজনে ১৭-১৯ নভেম্বর তিন দিন ব্যাপী সম্মেলনের ১০ অধিবেশনে ৭৫ জন দেশী বিদেশী নীতি বিশেষজ্ঞ অংশ নিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনের সহযোগী ছিলো সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যলয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন, এসপায়ার টু ইনোভেট ( এটুআই) প্রকল্পের পরিচালক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, আইডিয়া প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান আবু বকর হানিফ, এভিএস রিয়েল স্টেটের ব্যবস্থাপনা পরিচালক রফিক খান, লেনোভোর মহাব্যবস্থাপক নবীন কেরিজেয়াল, আমারপে ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সরোয়ারসহ অন্যান্যরা।

ইন্সপায়ারিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইমরান ফাহাদ বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এমন একটি সবচেয়ে বড় স্টার্টআপ সামিট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।

তিনি বলেন, সম্মেলনে  পনেরো দেশের পঁচাত্তরজন বক্তা বিভিন্ন অধিবেশনে নলেজ শেয়ার করেছেন। যেখানে অংশ নিতে আঠারো হাজার ব্যক্তি নিবন্ধন করেছেন।

প্রতি বছর ইন্সপায়ারিং বাংলাদেশ এই শীর্ষ সম্মেলন আয়োজন করবে বলে জানান এই উদ্যোক্তা।

এজেড