images

তথ্য-প্রযুক্তি

চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৮ নভেম্বর ২০২২, ০১:১৭ পিএম

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ দেখা যাবে বাংলাদেশ থেকেও। ঢাকাসহ বাংলাদেশ থেকে কখন দেখা যাবে? কতক্ষণ চলবে? জানুন বিস্তারিত। 

বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। 

moonঢাকায় কখন গ্রহণ দেখা যাবে?

কলকাতার অ্যাস্ট্রোনমিকাল পজিশনাল সেন্টারের তথ্য অনুযায়ী, আজ বিকেল ৫ টা ১০ মিনিটে ঢাকায় চাঁদ উঠবে। এক ঘণ্টা ৩৯ মিনিট গ্রহণ দেখা যাবে। 

চট্টগ্রামে কখন গ্রহণ দেখা যাবে?

বিকেল ৫ টা ৫ মিনিটে চট্টগ্রামে চাঁদ উঠবে। চন্দ্রগ্রহণ দেখা যাবে এক ঘণ্টা ৪৪ মিনিট।

moonবিরল চন্দ্রগ্রহণ আজ

আজ যে চন্দ্রগ্রহণ দেখা যাবে তা বিরল। আজ যারা টকটকে লাল চাঁদ দেখতে যারা ব্যর্থ হবেন তাদের অপেক্ষা করতে হবে দেড় বছর। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আবার দেখা যাবে দেড় বছর পর।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ৮ নভেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। দেড় বছর পর আবার এই বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হবে পৃথিবী। যেখানে সূর্য, চাঁদ আর পৃথিবী আসবে একই সরলরেখায়। 

chadসূর্যের আলোকে আড়াল করে চাঁদ আর সূর্যের মাঝে চলে আসবে পৃথিবী। ফলে পৃথিবীর ছায়া, যার আরেক নাম ‘আমব্রা’ তা পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদকে। গ্রহণ লাগবে চাঁদে। 

মঙ্গলবারই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের এই বিরল ঘটনা দেখা যাবে পৃথিবীর বিভিন্ন দেশে। 

এজেড