images

তথ্য-প্রযুক্তি

হাবল স্পেস টেলিস্কোপ ধরা পড়ল রহস্যময় কসমিক কিহোল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৫ নভেম্বর ২০২২, ০২:০৩ এএম

হাবল স্পেস টেলিস্কোপে এবার মহাকাশের একটি অবিশ্বাস্য ছবি তুলেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা দাবি করছে হাবল ‘কসমিক কিহোলে’র ছবি তুলেছে। 

রহস্যময় এই ‘কসমিক কিহোল’টি আসলে একটি নীহারিকার প্রতিফলন। এটিকে এনজিসি ১৯৯৯ নাম দেওয়া হয়েছে। পৃথিবী থেকে ৩৫০ আলোকবর্ষ দূরে ওরিয়ন নেবুলার কাছে অবস্থিত এই ‘কসমিক কিহোল’।

nasaনাসা তার ওয়েবসাইটে লিখছে, ‘নাসা/ইএসএ হাবল স্পেস টেলিস্কোপের এই অদ্ভুত প্রতিকৃতিটি এনজিসি ১৯৯৯ প্রদর্শন করে, যা ওরিয়ন নক্ষত্রমন্ডলে প্রতিফলিত নীহারিকা। এনজিসি ১৯৯৯ পৃথিবী থেকে প্রায় ১৩৫০ আলোকবর্ষ দূরে এবং ওরিয়ন নেবুলার কাছে অবস্থিত, যা পৃথিবীর বিশাল নক্ষত্র গঠনের সবচেয়ে কাছের অঞ্চল। এনজিসি ১৯৯৯ নিজেই সাম্প্রতিক নক্ষত্র গঠনের একটি ধ্বংসাবশেষ- এটি একটি নবজাত তারার গঠন থেকে অবশিষ্ট ধ্বংসাবশেষ দ্বারা গঠিত।’

nasaনাসা আরও বলছে, ‘রাস্তার আলোর চারপাশে ঠিক যেরকম ভাবে কুয়াশা জমে, এনজিসি ১৯৯৯ এর মতো প্রতিফলন নীহারিকা একটি এমবেডেড উৎস থেকে আলোতে জ্বলজ্বল করে। এনজিসি ১৯৯৯-এর ক্ষেত্রে এই উৎসটি হল পূর্বোক্ত নবজাতক তারকা ভি৩৮০ অরিয়নিস, যা এই ছবির কেন্দ্রে দৃশ্যমান।  এনজিসি ১৯৯৯ এর চেহারার সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল এর কেন্দ্রে একটি সুস্পষ্ট গর্ত, যা মহাজাগতিক অনুপাতের একটি কালো কিহোলের মতো।’

এজেড