images

তথ্য-প্রযুক্তি

টুইটার কিনে নিজেই সিইও বনে গেলেন ইলন মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০২ নভেম্বর ২০২২, ১১:৫৩ এএম

৪৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটার কিনেছেন পৃথিবীর শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। প্ল্যাটফর্মটি কিনেই সিইও পরাগ আগরওয়ালাকে চাকরি থেকে ছাটাই করেছেন। ওই পদে বসলেন ইলন মাস্ক নিজেই। 

সোমবার টুইটার বোর্ড অব ডিরেক্টরসের সব সদস্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইলন। এর পরে একাই বসেছিলেন কোম্পানির ডিরেক্টর পদে। ডিরেক্টর পদের সঙ্গেই টুইটারের সিইও-এর পদও সামলাতে চলেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি।

twitterযদিও এই প্রথম নয়, ইতিমধ্যেই একাধিক কোম্পানির সিইও পদ সামলান ইলন। ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলা ছাড়াও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর  সিইও পদে দিয়েছে তিনি। 

একই সঙ্গে ব্রেন চিপ সংস্থা নিউরালিংক ও টানেল তৈরির বোরিং কোম্পানির শীর্ষ পদেও রয়েছেন ইলন।

সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল, ৭ নভেম্বর থেকে প্ল্যাটফর্মের ভেরিফিকেশন প্রক্রিয়া ঢেলে সাজাতে চলেছে টুইটার। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে কর্মীদের ছাঁটাই করার হুমকিও দিয়েছেন ইলন।

এজেড