images

তথ্য-প্রযুক্তি

গুপ্তচরবৃত্তি করছে নকল হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৩ অক্টোবর ২০২২, ১০:৫৩ এএম

দেখতে হুবহু হোয়াটসঅ্যাপের মতোই। অনেকেই মেটার অ্যাপ মনে করে ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করছেন। কিন্তু আপনার অজান্তে চুরি হচ্ছে ব্যক্তিগত তথ্য। আপনার ওপর গুপ্তচরবৃত্তি করছে ওই নকল হোয়াটসঅ্যাপ। আপনার ভিডিও-অডিওতে নজর রাখছে এই অ্যাপ

এর মধ্যে একটি অ্যাপের নাম জিবি হোয়াটসঅ্যাপ। দেখতে এক হলেও এক নয়। হোয়াটসঅ্যাপের বেশে আপনার গোপন তথ্য চুরি করছে জিবি হোয়াটসঅ্যাপ। সম্প্রতি গুগলের প্লে স্টোর থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপ।

appরিপোর্ট অনুসারে, গত চার মাসে অ্যানড্রয়েড স্পাইওয়্যার শনাক্তকরণের বেশিরভাগ ক্ষেত্রেই 'জিবি হোয়াটসঅ্যাপ'-এর নাম সামনে উঠে এসেছে। 

জিবি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের একটি জনপ্রিয় ক্লোন, যা আদতে একটি 'থার্ড পার্টি' সংস্করণ। এই ধরনের অ্যাপে অডিও ও ভিডিও রেকর্ডিং সহ অনেক বৈশিষ্ট্য রয়েছে। 

রিপোর্ট অনুযায়ী, গুগল প্লেতে জিবি হোয়াটসঅ্যাপ পাওয়া যাচ্ছে না। অতএব, অফিশিয়াল হোয়াটসঅ্যাপের মতো এতে কোনও নিরাপত্তা যাচাইকরণ আর নেই। টেক সাইটের রিপোর্ট বলছে, জিবি হোয়াটসঅ্যাপ ম্যালওয়্যার বা ভাইরাসে পূর্ণ।

এজেড