images

তথ্য-প্রযুক্তি

এলইডি টিভি বিস্ফোরণে প্রাণ গেল কিশোরের

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৫ অক্টোবর ২০২২, ১২:২৯ পিএম

এলইডি টিভি বিস্ফোরণে প্রাণ গেল ১৬ বছরের এক কিশোরের। আহত হয়েছেন অন্তত তিনজন। এই দুর্ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

ভারতের বাংলা গণমাধ্যম সংবাদ সারাক্ষণ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, টিভি বিস্ফোরণের তীব্রতায় বড়সড় গর্ত তৈরি হয়েছে দেয়ালে, যেখানে লাগানো ছিল টিভি। এছাড়াও  পুরো বাড়ির দেয়াল ও ছাদে কমবেশি ক্ষতি হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

tvপুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।

টিভি চলতে চলতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এই সময় ১৬ বছরের ওমেন্দ্রে নামের একটি কিশোর টিভি দেখছিল। বিস্ফোরণে তার মুখ, বুক ও গলায় গভীর ক্ষত তৈরি হয়। 

বিকট শব্দ পেয়ে কিশোরের পরিবার ও প্রতিবেশীরা  তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বিস্ফোরণ এতই তীব্র ছিল যে, তার অভিঘাতে ধসে যায় বাড়ির একটি দেওয়াল এবং কংক্রিটের স্ল্যাব৷ দুর্ঘটনার ফলে আতঙ্কিত এবং হতচকিত হয়ে যান স্থানীয় বাসিন্দারা৷

নিহত কিশোরের প্রতিবেশী বিনীতা জানান, বিস্ফোরণে প্রচণ্ড শব্দ পান। তারা ভেবেছিলেন গ্যাস সিলিন্ডারে ব্লাস্ট হয়েছে বুঝি।

বিনীতা বলেন, ‘গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে ভেবে ছুটে ঘরের বাইরে চলে আসি। দেখি পাশের বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে।’

টিভি বিস্ফোরণের সময় ওমেন্দ্রর মা, বৌদি ও এক বন্ধু ছিল একই ঘরে। তারাও আহত হয়েছেন। মা ও বন্ধু করণকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের আরেক সদস্য মনিকা সেই সময় অন্য ঘরে ছিলেন। 

tvতিনি জানান, বিস্ফোরণের তীব্রতায় গোটা বাড়ি থরথর করে কেঁপে উঠেছিল। টিভির ঘরটি ছাড়াও অন্য ঘরের দেওয়ালের ক্ষতি হয়েছে।

ঠিক কোন কারণে টিভিতে বিস্ফোরণ ঘটল। ওই এলইডি টিভিতে প্রযুক্তিগত কোনও ত্রুটি ছিল কিনা তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সবকিছু ক্ষতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবারের মর্মান্তিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারটি।  

এজেড