তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫২ এএম
এমএমএস বা মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। টেক্সট মেসেজের সঙ্গে মাল্টিমিডিয়া ফাইল পাঠানোর জন্যই প্রথম এই প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছিল। এসএমএসের মাধ্যমে শুধু লেখা পাঠানো গেলেও এমএমএসের মাধ্যমে লেখার সঙ্গেই ছবি, ভিডিও ও অডিও ক্লিপ পাঠানো সম্ভব।
আগে যখন মোবাইল ইন্টারনেটের এই বহুল জনপ্রিয়তা ছিল না ও ফোনে ফোনে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোর মতো মেসেজিং অ্যাপ ইনস্টল থাকত না তখন ছবি ও ভিডিও পাঠানোর জন্য একমাত্র উপায় ছিল এমএমএস।
এসএমএসের এর ক্ষেত্রে সর্বোচ্চ ১৬০ ক্যারেকটার ব্যবহার করা যায়। অন্যদিকে এমএমএসের মাধ্যমে জেপিজে পাঠালে সর্বোচ্চ ফাইল সাইজ ৪২০ কিলোবাইট। ছবি ও ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করতে হবে ভার্টিকাল লে-আউট। ছবির জন্য জেপিজে ও অ্যানিমেটেড ছবির জন্য জিআইএফ ফর্ম্যাট ব্যবহার করা যাবে। জিআইএফ-এর ক্ষেত্রে সর্বোচ্চ ফাইল সাইজ ৬০০ কিলোবাইট। এছাড়াও এসএমএসের এর থেকে এমএমএসের পাঠানোর খরচ অনেকটাই বেশি।
এজেড