images

তথ্য-প্রযুক্তি

সবচেয়ে বেশি ব্যবহার হয় যে ৫ ইমোজি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৮ জুলাই ২০২২, ০৪:০৬ পিএম

মনের ভাব প্রকাশ করতে একসময় কেবল শব্দ বা বাক্য লেখা হতো। এখন তার পাশাপাশি ব্যবহৃত হয় ইমোজি। হলুদ রঙা গোলাকার মুখগুলোর মাধ্যমে মানুষ তার মনে না বলা অভিব্যক্তি প্রকাশ করে সহজেই। এই যেমন ভালোবাসা প্রকাশ করতে লাল হৃদয়ের ইমোজি কিংবা দুঃখ বোঝাতে চোখে জল থাকা ইমোজি ব্যবহার করা হয়। 

বিশ্বজুড়ে ইমোজির জনপ্রিয়তা প্রচুর। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফোনে এসএমএস পাঠাতে এটি ব্যবহার করা হয়। শুনলে অবাক হবেন যে ইমোজি দিবসও রয়েছে। ১৭ জুলাই বিশ্ব ইমোজি দিবস। 

১৯৮২ সালে একটি কোলন ড্যাশ আর ফার্স্ট ব্র্যাকেট (:-) বা :-( ) দিয়ে যার যাত্রা শুরু ইমোজি। বর্তমানে তা অনেক আধুনিক। শত শত ইমোজি রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনগুলো? জনপ্রিয়তায় কোনটি এগিয়ে? পৃথিবীজুড়ে কোন পাঁচটি ইমোজি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, জানুন। 

emojiকেঁদে ভাসানো ইমোজি

জনপ্রিয়তার তালিকায় ১ নম্বরে রয়েছে রান্নার ইমোজি। তবে সমীক্ষা বলছে চোখ বন্ধ করে মুখ হা করে চোখের পানিতে সাগর বানানো এই ইমোজি দুঃখের হলে, বেশিরভাগ ক্ষেত্রেই এটি ইতিবাচক হিসেবে ব্যবহার করা হয়। 

emojiহাসতে হাসতে চোখে পানি

একসঙ্গে হাসি আর কান্নার ইমোজিটি আনন্দে চোখে পানি চলে আসা বোঝাতে ব্যবহার করা হয়। এটি বেশ জনপ্রিয়। চরম আনন্দ আর আবেগকে বোঝাতে এর জুড়ি নেই।

emojiটকটকে লাল হৃদয়

এটি এমন একটি ইমোজি যা সবাই কখনো না কখনো ব্যবহার করেনই। পছন্দ, ভালবাসা, উৎসাহ বোঝাতে এই ইমোজি এক নম্বর। তবে এখন দুটি হৃদয়ের ইমোজি মানুষ ব্যবহার করে। একটি সাধারণ লাল হৃদয়। অন্যটি একটু চৌকা ও গাঢ় রঙের। তবে সেটি হৃদয় নয়, বরং হরতনের প্রতীক।

emojiহেসে গড়িয়ে পড়া

হাসতে হাসতে মুখটা একদিকে হেলে পড়েছে। যেন আরেকটু হলেই গড়িয়ে পড়বে। তার সঙ্গে বন্ধ দু চোখ গড়িয়ে বের হচ্ছে পানি। দমফাটা হাসি কিংবা হাসতে হাসতে গড়িয়ে পড়ার ইমোজিটি অনেকেই ব্যবহার করেন। বিশ্বজুড়ে জনপ্রিয় একটি ইমোজি এটি। 

emojiজুল জুল চোখে আবেদন 

মিটমিট বা অল্প উজ্জ্বলতার সঙ্গে তাকানোকে জুল জুল চোখ বলা হয়। নানারকম অভিব্যক্তি প্রকাশে এটি ব্যবহার করা হয়। কেউ অনুরোধ, আর্জি, অনুনয়-বিনয় করতে ব্যবহার করেন। আবার কেউ একান্তভাবে কিছু চাওয়ার সময় এই ইমোজি দেন। অনেকক্ষেত্রে ভালবাসা, সহমর্মিতা ভালো লাগা বোঝাতেও এর ব্যবহার হয়। কারণ যাই হোক, জনপ্রিয়তার তালিকায় এই ইমোজি রয়েছে প্রথম সারিতে। 

এর মধ্যে কোন ইমোজিটি ব্যবহার করেন আপনি? প্রিয় ইমোজি কোনটি? 

এনএম