images

তথ্য-প্রযুক্তি

এখন নিজের সেলফি হয়ে যাবে মজার মিম: গুগলের নতুন চমক ‘মি মিম’

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৬ জানুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের অন্যতম জনপ্রিয় ভাষা হলো 'মিম' (Meme)। ব্যবহারকারীদের এই মিম তৈরির অভিজ্ঞতা আরও সহজ ও আনন্দদায়ক করতে গুগল নিয়ে এল তাদের নতুন জেনারেটিভ এআই ফিচার 'মি মিম' (Me Meme)। ২৪ জানুয়ারি গুগল ফটোজ অ্যাপের জন্য এই ফিচারটি উন্মোচন করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই নিজের সেলফি বা ছবি ব্যবহার করে মুহূর্তেই আকর্ষণীয় মিম তৈরি করতে পারবেন।

যেভাবে কাজ করবে ‘মি মিম’

গুগল ফটোজের এই ফিচারটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআই প্রযুক্তিনির্ভর। এটি ব্যবহার করা অত্যন্ত সহজ-

টেমপ্লেট নির্বাচন: অ্যাপের ভেতর আগে থেকেই অনেকগুলো মিম টেমপ্লেট দেওয়া থাকবে। ব্যবহারকারী চাইলে নিজের পছন্দের কোনো মিম ফরম্যাটও আপলোড করতে পারবেন।

google-photos-meme-cover01

ছবি যুক্ত করা: টেমপ্লেট বেছে নেওয়ার পর ব্যবহারকারীকে নিজের একটি স্পষ্ট সেলফি বা ছবি সিলেক্ট করতে হবে।

আরও পড়ুন: ফেসবুকের ভাইরাল পোস্ট কি আসল? প্রযুক্তির কারসাজি ধরার কৌশলগুলো জানুন

এআই ম্যাজিক: এআই স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর চেহারা ও অভিব্যক্তি বিশ্লেষণ করে তাকে সেই মিমের ভেতর নিখুঁতভাবে বসিয়ে দেবে। এরপর ব্যবহারকারী চাইলে ক্যাপশন পরিবর্তন বা এডিট করে তা সরাসরি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।

গুগল ফটোজ এখন কেবল স্টোরেজ নয়

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গুগল ফটোজকে কেবল ছবি জমা রাখার জায়গা (Storage Locker) হিসেবে নয়, বরং একটি সৃজনশীল মাধ্যম (Creative Hub) হিসেবে গড়ে তুলতে চায়। ইতোমধ্যেই অ্যাপটিতে এআই স্টিকার, ফটো-টু-ভিডিও ইফেক্ট এবং স্মার্ট এডিটিংয়ের মতো সুবিধা যুক্ত করা হয়েছে। ‘মি মিম’ সেই তালিকায় নতুন এক সংযোজন।

image-1769248470563

সহজ ও সাবলীল ইন্টারফেস

প্রফেশনাল ক্রিয়েটরদের বদলে সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই ফিচারটি ডিজাইন করা হয়েছে। এতে জটিল কোনো এডিটিং টুল নেই, বরং খুব দ্রুত এবং সহজে শেয়ার করার মতো ফলাফল পাওয়া যায়। প্রথমবার ব্যবহারের সময় অ্যাপটি ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত টিউটোরিয়ালের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে দেবে।

প্রাপ্যতা ও সীমাবদ্ধতা

গুগল বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক (Experimental) পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করেছে। এটি পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড এবং আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। যেহেতু এটি এআই প্রযুক্তি ব্যবহার করে, তাই গুগল সতর্ক করেছে যে মাঝেমধ্যে তৈরি হওয়া ছবি মূল ছবির সাথে হুবহু নাও মিলতে পারে। তবে ভালো ফলের জন্য উজ্জ্বল আলোতে তোলা সামনের দিকের (Front-facing) ছবি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

এজেড