images

তথ্য-প্রযুক্তি

অ্যানড্রয়েড ও আইফোনে ভয়েস কমান্ড ব্যবহারের সহজ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৬ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

আজকের ব্যস্ত জীবনে স্মার্টফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং নিত্যদিনের অপরিহার্য সঙ্গী। অনেক সময় ড্রাইভিং, রান্না বা অন্য কোনো জরুরি কাজে হাত ব্যস্ত থাকায় আমরা ফোন ব্যবহার করতে পারি না। তবে আপনি কি জানেন, আধুনিক স্মার্টফোনগুলো কোনো স্পর্শ ছাড়াই কেবল আপনার কণ্ঠস্বরের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা সম্ভব? অ্যানড্রয়েড ও আইফোন—উভয় ডিভাইসেই রয়েছে ভয়েস কমান্ডের এই চমৎকার সুবিধা।

ভয়েস কন্ট্রোল আসলে কী?

সহজ কথায়, ভয়েস কন্ট্রোল হলো এমন এক প্রযুক্তি যেখানে আপনার ফোন আপনার কথা শোনে এবং সেই অনুযায়ী কাজ করে। ফোনের মাইক্রোফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আপনার কণ্ঠস্বরকে ডিজিটাল নির্দেশে রূপান্তর করে কল করা, মেসেজ পাঠানো বা অ্যাপ ওপেন করার মতো কাজগুলো সম্পন্ন করে।

অ্যানড্রয়েড ফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট ও ভয়েস অ্যাক্সেস

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো গুগল অ্যাসিসট্যান্ট।

চালু করার নিয়ম: ফোনের Settings > Google > Settings for Google Apps > Search, Assistant & Voice > Google Assistant-এ যান। সেখানে ‘Hey Google’ বা ‘OK Google’ অপশনটি চালু করুন।

কার্যকারিতা: একবার সেটআপ হয়ে গেলে আপনি বলতে পারেন— “Hey Google, বাবাকে কল করো” বা “WhatsApp মেসেজ পাঠাও”। এছাড়া অ্যালার্ম সেট করা বা আবহাওয়ার খবর জানতেও এটি কার্যকর।

পুরো ফোন নিয়ন্ত্রণ করতে চাইলে ব্যবহার করতে পারেন Voice Access ফিচার। এটি Settings > Accessibility থেকে চালু করা যায়। এর মাধ্যমে আপনি স্ক্রিন স্ক্রল করা বা নির্দিষ্ট কোনো বাটনে ট্যাপ করার নির্দেশও দিতে পারবেন।

control-your-smartphone-using-just-your-voice-step-by-step-guide-for-android-and-iphone

আইফোনে সিরি (Siri) ও ভয়েস কন্ট্রোল

অ্যাপল ব্যবহারকারীদের জন্য রয়েছে শক্তিশালী ভয়েস অ্যাসিস্ট্যান্ট Siri।

চালু করার নিয়ম: Settings > Siri & Search-এ গিয়ে ‘Listen for Hey Siri’ অপশনটি অন করুন।

কার্যকারিতা: সিরি-র মাধ্যমে কল করা, গান চালানো বা ম্যাপ দেখে রাস্তা খুঁজে বের করা খুবই সহজ।

এছাড়া আইফোনে আরও উন্নত Voice Control ফিচার রয়েছে। এটি Settings > Accessibility > Voice Control থেকে চালু করা যায়। এর মাধ্যমে আপনি ‘Swipe Left’, ‘Go Home’ বা ‘Open Camera’-র মতো নির্দেশ দিয়ে ফোন চালাতে পারবেন।

আরও পড়ুন: স্মার্টফোনে কি কুলিং সিস্টেম থাকে?

কিছু জরুরি সতর্কতা

ভয়েস কমান্ড ফিচারটি ব্যবহারের সময় দুটি বিষয় মাথায় রাখা জরুরি- 

১. এই ফিচারগুলো শান্ত পরিবেশে সবচেয়ে নির্ভুলভাবে কাজ করে। অতিরিক্ত শব্দে কমান্ড বুঝতে ফোনের সমস্যা হতে পারে।

২. অধিকাংশ অ্যাডভান্সড কমান্ডের জন্য ফোনে সচল ইন্টারনেট সংযোগ থাকা প্রয়োজন।

এজেড