images

তথ্য-প্রযুক্তি

২৩ দিনের ব্যাটারি ও হার্ট হেলথ ফিচার নিয়ে এল অনার ওয়াচ জিএস ৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৬ জানুয়ারি ২০২৬, ১০:০০ এএম

টেক জায়ান্ট 'অনার' (Honor) প্রত্যাশা অনুযায়ী তাদের নতুন স্মার্টওয়াচ Honor Watch GS 5 বাজারে উন্মোচন করেছে। চীনের বাজারে গত ১৯ জানুয়ারি থেকেই এর অগ্রিম বুকিং বা প্রি-অর্ডার শুরু হয়েছিল। দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ এবং হৃদরোগের ঝুঁকি শনাক্তকরণে যুগান্তকারী সব ফিচার নিয়ে আসা এই ঘড়িটি ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে।

সলিড ডিজাইন ও ডিসপ্লে

অনার ওয়াচ জিএস ৫ মডেলে দেওয়া হয়েছে ক্ল্যাসিক রাউন্ড ডায়াল বা গোলাকার নকশা। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ১.৪৩ ইঞ্চির উজ্জ্বল অ্যামোলেড (AMOLED) প্যানেল। ঘড়িটি মাত্র ৯.৯ মিলিমিটার পাতলা এবং এর ওজন মাত্র ২৬ গ্রাম, যা দীর্ঘক্ষণ হাতে পরে থাকার জন্য বেশ আরামদায়ক।

ইন্ডাস্ট্রির প্রথম 'হার্ট হেলথ' প্রযুক্তি

এই স্মার্টওয়াচটির সবচেয়ে বড় চমক হচ্ছে এর উন্নত হার্ট হেলথ ফিচার। এতে রয়েছে 'সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট স্ক্রিনিং' প্রযুক্তি, যা কোম্পানির দাবি অনুযায়ী এই খাতের প্রথম কোনো উদ্ভাবন। এই ফিচারটি হৃদস্পন্দনের ছন্দ এবং বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ঝুঁকি আগেভাগেই শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি এর 'কার্ডিওভাসকুলার রিস্ক অ্যাসেসমেন্ট' ফিচারটি ব্যবহারকারীর হৃদযন্ত্রের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করবে।

honor-watch-gs-5-1-696bcf02e82dc

দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ

চার্জিংয়ের ঝামেলা এড়াতে যারা পছন্দ করেন, তাদের জন্য অনার এতে ব্যবহার করেছে শক্তিশালী ব্যাটারি। কোম্পানির দাবি, ব্লুটুথ মোড সক্রিয় থাকলেও ঘড়িটি টানা ২৩ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

অন্যান্য স্মার্ট ও হেলথ ফিচার

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এতে রয়েছে

সার্বক্ষণিক হৃদস্পন্দন পর্যবেক্ষণ (Continuous Heart Rate Monitoring)

রক্তে অক্সিজেনের মাত্রা বা এসপিওটু (SpO2) ট্র্যাকিং

মানসিক চাপ বা স্ট্রেস মনিটরিং

গভীর ও হালকা ঘুম বিশ্লেষণ (Sleep Analysis)

আরও পড়ুন: শাওমি বাংলাদেশে রেডমি প্যাড সিরিজে নতুন ২ ট্যাব আনল

এছাড়া দৈনন্দিন স্মার্ট লাইফস্টাইলের জন্য এতে ফ্লাইট (বিমান), দ্রুতগতির ট্রেন এবং ট্যাক্সির সময়সূচী সংক্রান্ত 'স্মার্ট রিমাইন্ডার' সুবিধা যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, আকর্ষণীয় ফিচারে ভরপুর এই স্মার্টওয়াচটি বাজারে আসার খবর প্রকাশিত হলেও এর অফিশিয়াল দাম সম্পর্কে এখনও কিছু জানায়নি অনার।

এজেড