images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ পড়ার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

হোয়াটসঅ্যাপে কোনো বার্তা আসার পর সেটি পড়ার আগেই প্রেরক মুছে ফেলেছেন (ডিলিট ফর এভরিওয়ান)—এমন অভিজ্ঞতা আমাদের সবারই আছে। মনে কৌতূহল জাগলেও অনেক সময় প্রেরক আর সেই তথ্য জানাতে চান না। তবে অ্যান্ড্রয়েড ফোনের বিশেষ কিছু সেটিংস ব্যবহার করে আপনি খুব সহজেই এই মুছে ফেলা বার্তাগুলো দেখে নিতে পারেন।

সবচেয়ে নিরাপদ এবং সহজ পদ্ধতিগুলো নিচে আলোচনা করা হলো:

১. নোটিফিকেশন হিস্টরি বা বিজ্ঞপ্তির ইতিহাস ব্যবহার

আপনার ফোনে যদি অ্যানড্রয়েড ১১ বা তার পরবর্তী সংস্করণ থাকে, তবে কোনো বাড়তি অ্যাপ ছাড়াই আপনি মুছে ফেলা বার্তা পড়তে পারবেন। এটি ফোনের একটি বিল্ট-ইন বা সহজাত ফিচার।

সক্রিয় করার পদ্ধতি:

প্রথমে ফোনের 'সেটিংস' অপশনে যান।

সেখান থেকে 'নোটিফিকেশন' বা বিজ্ঞপ্তি অপশনে ক্লিক করুন।

'মোর সেটিংস' বা অতিরিক্ত সেটিংসে গিয়ে 'নোটিফিকেশন হিস্টরি' খুঁজে বের করুন।

অপশনটি 'অন' বা চালু করে দিন।

এটি চালু থাকলে আপনার ফোনে আসা গত ২৪ ঘণ্টার সমস্ত বার্তার রেকর্ড থাকবে। ফলে কেউ মূল চ্যাট থেকে বার্তা মুছে ফেললেও আপনি এখান থেকে তা পড়ে নিতে পারবেন। তবে মনে রাখবেন, এটি কেবল লিখিত বার্তার ক্ষেত্রে কাজ করবে; ছবি, ভিডিও বা ভয়েস মেসেজ এখানে দেখা যাবে না।

whatsapp-44-2024-04-61cc1898b87a1af1052de4ff0eb980be

২. থার্ড-পার্টি বা বাইরের অ্যাপের ব্যবহার

গুগল প্লে-স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যা মুছে ফেলা বার্তা উদ্ধারে সাহায্য করে। এই অ্যাপগুলো মূলত ফোনের নোটিফিকেশন অ্যাক্সেস বা বিজ্ঞপ্তির নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে। যখনই কোনো বার্তা ফোনে আসে, অ্যাপটি তা সঙ্গে সঙ্গে সংরক্ষণ করে নেয়।

সতর্কতা: এই ধরনের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি থাকে। কারণ অ্যাপগুলো আপনার ব্যক্তিগত বার্তা এবং অন্যান্য স্পর্শকাতর তথ্যের ওপর নজর রাখতে পারে। তাই বিশ্বস্ত ডেভেলপার না হলে এই পদ্ধতি এড়িয়ে চলাই ভালো।

৩. চ্যাট ব্যাকআপ বা বার্তার অনুলিপি

প্রযুক্তিগতভাবে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফাইল থেকেও মুছে ফেলা বার্তা উদ্ধার করা সম্ভব। তবে এটি কিছুটা জটিল। মেসেজটি ডিলিট হওয়ার আগে যদি ব্যাকআপ নেওয়া হয়ে থাকে, তবে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে পুনরায় ইনস্টল করলে সেটি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে বার্তা পাঠানোর কয়েক সেকেন্ডের মধ্যেই তা মুছে ফেলা হয় বলে এই পদ্ধতিতে সফলতা পাওয়ার সম্ভাবনা কম থাকে।

আরও পড়ুন: ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা ছাড়াও এসব কাজও করা যায়

অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে ফোনের নিজস্ব 'নোটিফিকেশন হিস্টরি' অপশনটি ব্যবহার করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে আপনার তথ্যের গোপনীয়তাও বজায় থাকে এবং মুছে ফেলা বার্তাও সহজে পড়া যায়।

এজেড