তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
স্মার্টফোনের ক্যামেরা বললেই আমাদের চোখে ভেসে ওঠে সুন্দর ছবি বা ভিডিও ধারণের দৃশ্য। এই একটি কারণেই বেশিরভাগ গ্রাহক দামী ফোন কিনতে আগ্রহী হন। তবে আপনি কি জানেন আপনার হাতের স্মার্টফোনটির ক্যামেরা কেবল লেন্সের ফ্রেমে বন্দী নয়? রিমোট চেক করা থেকে শুরু করে তাৎক্ষণিক অনুবাদ কিংবা ভার্চুয়াল স্কেলের মতো নানা জটিল কাজ এখন করা যায় এই ক্যামেরার সাহায্যে। জেনে নিন মোবাইল ক্যামেরার ৬টি জাদুকরী ও স্মার্ট ব্যবহার।
রিমোট ভালো না কি নষ্ট তা পরীক্ষা
অনেক সময় টিভি বা এসির রিমোট কাজ করে না। তখন ব্যাটারি শেষ হয়েছে নাকি রিমোট নষ্ট তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এই সমস্যার সমাধানে স্মার্টফোনের ক্যামেরা দারুণ কার্যকর। রিমোটটি ফোনের ক্যামেরার সামনে ধরুন এবং রিমোটের যেকোনো বাটন চাপুন। ফোনের স্ক্রিনে লক্ষ্য করলে যদি রিমোটের ইনফ্রারেড (IR) ব্লাস্টার থেকে নীল বা বেগুনি আলো দেখা যায় তবে বুঝবেন রিমোট ঠিক আছে। কোনো আলো না দেখা গেলে বুঝতে হবে ব্যাটারি বদলাতে হবে অথবা রিমোটটি নষ্ট হয়ে গেছে।

ম্যাগনিফাইং গ্লাস হিসেবে ব্যবহার
খুব ছোট কোনো লেখা বা সূক্ষ্ম জিনিস দেখার প্রয়োজন হলে ফোনের ক্যামেরাকে আতশি কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস হিসেবে ব্যবহার করা যায়। বর্তমানের স্মার্টফোনগুলোতে জুম ও অটো ফোকাস প্রযুক্তি অনেক উন্নত। ছোট লেখার ওপর ক্যামেরা ধরে জুম ইন করলে সেটি স্পষ্টভাবে পড়া সম্ভব। অন্ধকার জায়গায় ফ্ল্যাশ লাইট অন করে নিলে এই সুবিধা আরও ভালোভাবে পাওয়া যায়।
ঘরোয়া মাপজোক বা মেজারমেন্ট
জরুরি প্রয়োজনে কাছে স্কেল বা মাপার ফিতা না থাকলে ফোনের ক্যামেরাই মুশকিল আসান। আইফোন ব্যবহারকারীরা 'Measure' অ্যাপ এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্লে-স্টোর থেকে বিভিন্ন এআর (AR) ভিত্তিক অ্যাপ ব্যবহার করে সহজেই যেকোনো জিনিসের দৈর্ঘ্য বা প্রস্থ মেপে নিতে পারেন। ক্যামেরা লেন্সের মাধ্যমেই সেন্সরগুলো মেপে বলে দেবে বস্তুটি কতটুকু বড়।
রিয়েল-টাইম ভাষা অনুবাদ
ভ্রমণে গিয়ে অচেনা ভাষার সাইনবোর্ড বা রেস্তোরাঁর মেনু নিয়ে সমস্যায় পড়লে সমাধান দেবে ফোনের ক্যামেরা। গুগল ট্রান্সলেটের মতো অ্যাপ ব্যবহার করে ক্যামেরার মাধ্যমে যেকোনো ভাষার ওপর ফোন ধরলে তা তৎক্ষণাৎ আপনার পরিচিত ভাষায় অনুবাদ হয়ে স্ক্রিনে ফুটে উঠবে। এটি ভাষাগত বাধা দূর করতে এক বৈপ্লবিক সমাধান।

গুগল লেন্সের সাহায্যে তথ্য অনুসন্ধান
রাস্তায় কোনো অচেনা গাছ, ফুল কিংবা কারও পরনের সুন্দর কোনো পোশাক দেখে কৌতূহল হলে তা গুগল লেন্সের মাধ্যমে জেনে নেওয়া সম্ভব। ক্যামেরার মাধ্যমে ওই বস্তুর ছবি তুললেই গুগল লেন্স ইন্টারনেটে সার্চ করে তার নাম ও বিস্তারিত তথ্য আপনাকে জানিয়ে দেবে। ঘণ্টার পর ঘণ্টা কী-বোর্ডে লিখে খোঁজার চেয়ে এটি অনেক বেশি দ্রুত ও সহজ।
আরও পড়ুন: স্মার্টফোনে কি কুলিং সিস্টেম থাকে?
ডকুমেন্ট স্ক্যানিং
কোনো প্রয়োজনীয় কাগজ বা নথি দ্রুত স্ক্যান করে ইমেইল করার দরকার হলে আলাদা স্ক্যানার মেশিনের প্রয়োজন নেই। ফোনের ক্যামেরার মাধ্যমেই হাই-কোয়ালিটি স্ক্যান করা সম্ভব। বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনে বিল্ট-ইন স্ক্যানার ফিচার থাকে যা স্বয়ংক্রিয়াভাবে ডকুমেন্টের চারপাশ শনাক্ত করে পরিষ্কার পিডিএফ ফাইল তৈরি করে দেয়।
এজেড