তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম
স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম প্রধান দুশ্চিন্তার কারণ হলো দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া। অনেক সময় দেখা যায়, প্রয়োজনীয় অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে সচল থাকার ফলে ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায়। এই সমস্যার সমাধানে এবার বড় চমক নিয়ে আসছে গুগল ফটোজ (Google Photos)। শিগগিরই অ্যাপটিতে যুক্ত হতে যাচ্ছে নতুন ‘ব্যাটারি সেভার’ ফিচার, যা ব্যাকআপ চালু থাকলেও ব্যাকগ্রাউন্ডে ডাটা সিঙ্কিং কমিয়ে ফোনের ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে।
যেভাবে কাজ করবে এই নতুন ফিচার
অ্যানড্রয়েড অথরিটির সাম্প্রতিক এক 'এপিকে টিয়ারডাউন' প্রতিবেদনে এই নতুন টুলটির সন্ধান মিলেছে। বর্তমানে এটি পরীক্ষাধীন অবস্থায় রয়েছে। সাধারণত গুগল ফটোজ অ্যাপটি ফোনের ছবি ও ভিডিও ক্লাউডে ব্যাকআপ রাখার জন্য ব্যাকগ্রাউন্ডে নিরন্তর কাজ করে, যা প্রসেসর ও ব্যাটারির ওপর চাপ সৃষ্টি করে।
নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা যখন 'ব্যাটারি সেভার' মোড অন করবেন, তখন অ্যাপটি ব্যাকগ্রাউন্ড সিঙ্কিং প্রক্রিয়াকে কিছুটা সীমাবদ্ধ বা থ্রটল (Throttle) করবে। ফলে অ্যাপটি অপ্রয়োজনে ব্যাটারি খরচ করবে না। বিশেষ করে যাদের ফোনে প্রচুর মিডিয়া ফাইল সিঙ্ক হতে থাকে, তাদের জন্য এটি একটি স্বস্তির খবর।

মাল্টি-ডিভাইস সিঙ্ক ও ব্যাটারি ব্যাকআপের সমন্বয়
এই ফিচারটি চালু করলে ফোনের মাল্টি-ডিভাইস সিঙ্ক সাময়িকভাবে ধীর বা বন্ধ হতে পারে। তবে ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় ম্যানুয়ালি ব্যাকআপ অপশনটি ব্যবহার করতে পারবেন। যারা দীর্ঘ সময় বাইরে থাকেন এবং ফোনের চার্জ বাঁচানো যাদের কাছে অগ্রাধিকার, তাদের জন্য সামান্য সিঙ্কিং সীমাবদ্ধতা খুব একটা অসুবিধাজনক হবে না বলেই ধারণা করা হচ্ছে।
জেমিনি এআই ও গুগলের ভবিষ্যৎ পরিকল্পনা
গুগল বর্তমানে তাদের জেমিনি এআই (Gemini AI) মডেল নিয়ে ব্যাপক কাজ করছে। এমনকি অ্যাপলের ‘সিরি’ এআই সংস্করণকে আরও শক্তিশালী করতে গুগল কাস্টম জেমিনি মডেল সরবরাহ করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিশাল কর্মযজ্ঞের মাঝেই গুগল ফটোজের মতো জনপ্রিয় অ্যাপে ছোট কিন্তু কার্যকরী পরিবর্তন এনে গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করতে চায় প্রযুক্তি জায়ান্টটি।
আরও পড়ুন: স্মার্টফোনে কি কুলিং সিস্টেম থাকে?
কবে নাগাদ মিলবে এই সুবিধা?
ফিচারটি বর্তমানে বিটা সংস্করণে পরীক্ষা করা হচ্ছে। গুগল সাধারণত বিটা ইউজারদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে মূল সংস্করণে আপডেট নিয়ে আসে। আশা করা যাচ্ছে, দ্রুতই সাধারণ অ্যানড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা এই ব্যাটারি-সেভিং টুলের সুবিধা পাবেন।
এজেড