তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ১২:২২ পিএম
ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউটিউব নিয়ে এল নতুন এক সুবিধা। এখন থেকে আপনার ইউটিউব ফিড বা সার্চ রেজাল্ট (অনুসন্ধানের ফলাফল) থেকে চাইলেই ‘শর্টস’ বা সংক্ষিপ্ত ভিডিওগুলো সরিয়ে রাখা যাবে। মূলত ব্যবহারকারীদের অভিজ্ঞতার মান বাড়াতে এবং দীর্ঘ সময়ের ভিডিও সহজে খুঁজে পেতে এই বিশেষ সার্চ ফিল্টার যুক্ত করছে গুগল মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মটি।
ইউজারদের ফিড এখন থাকবে নিয়ন্ত্রণে
গত কয়েক বছরে ইউটিউবে শর্টস ভিডিওর জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও, অনেক ব্যবহারকারীই অভিযোগ করে আসছিলেন যে সার্চ রেজাল্টে শর্টসের আধিক্যের কারণে বড় ভিডিওগুলো খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে। এই মাস থেকেই বিশ্বজুড়ে ব্যবহারকারীরা উন্নত সার্চ অপশন ব্যবহারের সুযোগ পাবেন। এর মাধ্যমে স্মার্ট টিভি বা স্মার্টফোন— সব মাধ্যমেই ভিডিও সার্চ করার সময় শর্টস কনটেন্টগুলো আলাদা করে ফিল্টার বা লুকানো সম্ভব হবে।

কেন এই পরিবর্তন?
টিকটকের জনপ্রিয়তা দেখে ইউটিউবও শর্টস ভিডিও প্রচারে ব্যাপক জোর দিয়েছিল। বর্তমানে কয়েক বিলিয়ন ব্যবহারকারী শর্টস ভিডিও দেখে থাকেন। তবে অনেকের মতে, ফিড স্ক্রল করার সময় অটো-প্লে হওয়ার কারণেও এই দর্শক সংখ্যা অনেক বেশি দেখায়। কিন্তু যারা ইউটিউবে কেবল দীর্ঘ শিক্ষামূলক বা বিনোদনমূলক ভিডিওর খোঁজে আসেন, তাদের জন্য শর্টস অনেক সময় বিরক্তিকর হয়ে দাঁড়াত। ব্যবহারকারীদের এই চাহিদাকে সম্মান জানাতেই ইউটিউব এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে লিংক শেয়ার করতে গুণতে হতে পারে টাকা
এআই সৃষ্ট কনটেন্ট থেকেও মুক্তি
ইউটিউবে বর্তমানে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভিডিও এবং মিউজিকের বন্যা বয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে ইউটিউব মিউজিক ব্যবহারকারীরা কোনো গান ‘ডিসলাইক’ করার পরেও তাদের ফিডে বারবার এআই-জেনারেটেড গান আসছিল। এই নতুন ফিল্টার অপশনটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এমন অপ্রয়োজনীয় কনটেন্ট থেকে মুক্তি পেতেও সহায়তা করবে।
কীভাবে কাজ করবে এই ফিচার?
ব্যবহারকারীরা তাদের ইউটিউব ‘সেটিংস’ অপশনে গিয়ে সার্চ ফিল্টার থেকে ‘শর্টস’ অপশনটি বন্ধ বা নিষ্ক্রিয় করতে পারবেন। এর ফলে পরবর্তীতে যখন কোনো বিষয় লিখে সার্চ করা হবে, তখন ফলাফলে কেবল দীর্ঘ ভিডিওগুলোই প্রদর্শিত হবে। তবে যারা শর্টস দেখতে পছন্দ করেন, তাদের জন্য আলাদা ট্যাব আগের মতোই বহাল থাকবে।
এজেড