images

তথ্য-প্রযুক্তি

দেশে হোস্টিং ডটকমের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘হোস্টিং ডটকম’। ফলে স্থানীয় উদ্যোক্তা, স্টার্টআপ এবং ডিজিটাল ব্যবসার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্তের আশা করা হচ্ছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, হোস্টিং ডটকমের সিইও সেব দে লেমোস, প্রতিষ্ঠানটির বাংলাদেশ অপারেশন ম্যানেজার ইমরান হোসেনসহ স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা।
 
বাংলাদেশে প্রতিষ্ঠানটিকে স্বাগত জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘হোস্টিং ডটকমের আগমনে শুধু সার্ভার অবকাঠামো ও ক্লাউডভিত্তিক সেবা নয়, দেশকে একটি আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও তৈরি হচ্ছে। নতুন প্রযুক্তি, কর্মসংস্থান এবং মানসম্মত ডিজিটাল সেবা- সবই এবার সাধারণ ব্যবহারকারীর নাগালের মধ্যে আসছে।’

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘দেশে হোস্টিং ডটকমের কার্যক্রম শুরু হওয়াতে সার্ভার অবকাঠামো, ক্লাউডভিত্তিক সমাধান, এআই প্রযুক্তি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ডোমেইন ব্যবসাসহ বিভিন্ন ডিজিটাল সেবা নতুন গতি পাবে। এতে বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, মানসম্মত সেবা সম্প্রসারণ এবং ব্যবহারকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে। এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ত্বরান্বিত এবং দেশের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের পরিসর বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এসময় বাংলাদেশি গ্রাহকদের জন্য দাম ও প্যাকেজের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন হোস্টিং ডটকমের সিইও সেব দে লেমোস। তিনি বলেন, ‘হোস্টিং ডটকমে ৩০ লাখের বেশি ওয়েবসাইট সক্রিয় রয়েছে এবং প্রতি ১৫ সেকেন্ডে নতুন একটি ওয়েবসাইট যুক্ত হচ্ছে। বিশ্বের ২০টির বেশি ডাটা সেন্টার ও এক হাজারের বেশি বিশেষজ্ঞের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দ্রুত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করছে।’

হোস্টিং ডটকমের বৈশ্বিক মানের হোস্টিং ও ডাটা অবকাঠামো স্থানীয় উদ্যোক্তা, স্টার্টআপ এবং ডিজিটাল ব্যবসার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে বলে আশা প্রকাশ করেন অপারেশন ম্যানেজার ইমরান হোসেন।

ইমরান বলেন, ‘এটি স্থানীয় প্রযুক্তি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং বাংলাদেশকে আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য বাংলা ভাষায় কাস্টমার সেবা প্রদান করবে। পাশাপাশি স্থানীয় কারেন্সিতে মূল্য পরিশোধ এবং সাশ্রয়ী মূল্যে হোস্টিং সেবা নিশ্চিত করা হবে।’

এএইচ/এমআর