images

তথ্য-প্রযুক্তি

স্বনির্ভর টেলিযোগাযোগ ও আইসিটি খাতের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

স্বনির্ভর টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। মানববন্ধনে টেলিযোগাযোগ ও আইসিটি খাতে অতিমাত্রায় বিদেশিনির্ভরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এই উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের। তিনি বলেন, ‌‘স্বনির্ভর টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবা না থাকলে একটি দেশ কতটা ঝুঁকিতে পড়তে পারে, তার বাস্তব উদাহরণ আমরা রাশিয়া–ইউক্রেন যুদ্ধে দেখেছি। বাংলাদেশে প্রতিদিন প্রায় সাত হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেনে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল টেলিযোগাযোগ ও প্রযুক্তি ব্যবস্থার ওপর নির্ভর করছে। কোনো বড় ধরনের বিপর্যয় ঘটলে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা সরকারকে এখনই বিবেচনায় নিতে হবে।’

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অতিমাত্রায় ভারতনির্ভরতা জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং প্রযুক্তিগত স্বনির্ভরতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতা তুলে ধরতেই আজকের মানববন্ধন।’

বক্তারা অভিযোগ করেন, দেশের মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি, আন্তর্জাতিক ব্যান্ডউইথ, সফটওয়্যার সেবা, নেটওয়ার্ক মেইনটেন্যান্স, ভেন্ডর সাপোর্ট, কল সেন্টার ও বিভিন্ন কোর নেটওয়ার্ক সার্ভিসে দীর্ঘদিন ধরে ভারতীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের আধিপত্য তৈরি হয়েছে। এর ফলে দেশীয় দক্ষ জনশক্তি বঞ্চিত হচ্ছে, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে এবং জরুরি সময়ে যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

তারা আরও বলেন, মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানির গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। আন্তর্জাতিক ব্যান্ডউইথ ও ডেটা রুটিংয়ে বিদেশিনির্ভরতার কারণে দেশের তথ্য নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। দেশীয় সফটওয়্যার ও প্রযুক্তিগত বিকল্প থাকা সত্ত্বেও সেগুলোকে উপেক্ষা করা হচ্ছে, যা দেশীয় আইটি উদ্যোক্তা ও প্রকৌশলীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বাধা সৃষ্টি করছে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন মানবাধিকার ও সমাজকর্মী সাধনা মহল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য মাহফুজ, নকিব খান এবং জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

মানববন্ধন থেকে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে ছয় দফা দাবি উত্থাপন করা হয়—

১. টেলিযোগাযোগ ও আইসিটি খাতে অপ্রয়োজনীয় বিদেশিনির্ভরতা কমাতে জাতীয় নীতিমালা প্রণয়ন।

২. মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানিতে দেশীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদ নিয়োগ বাধ্যতামূলক করা।

৩. আন্তর্জাতিক ব্যান্ডউইথ ও ডেটা রুটিংয়ে বহুমুখীকরণ ও দেশীয় অবকাঠামো জোরদার।

৪. সফটওয়্যার, নেটওয়ার্ক মেইনটেন্যান্স ও আইটি সেবায় দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার।

৫. জাতীয় নিরাপত্তা ও তথ্য সুরক্ষার স্বার্থে বিদেশি ভেন্ডর ও জনবলের কার্যক্রম কঠোর নজরদারিতে আনা।

৬. দেশীয় প্রযুক্তি শিল্প বিকাশে গবেষণা, প্রশিক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধি।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করে জানায়, দেশীয় মেধা, প্রযুক্তি ও সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ একটি স্বনির্ভর, নিরাপদ ও শক্তিশালী টেলিযোগাযোগ ও আইসিটি খাত গড়ে তুলতে সক্ষম হবে।

এমআর/এফএ