images

তথ্য-প্রযুক্তি

অপো দুই ডিসপ্লের ফোল্ডিং ফোন আনছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১২ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

অপো একের পর এক নতুন স্মার্টফোন বাজারে ছেড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করছে। এই ধারাবাহিকতায় এবার সংস্থাটি নিয়ে আসতে চলেছে তাদের নতুন ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন 'অপো ফাইন্ড এন৬' (Oppo Find N6)। বাজারজাত করার আগেই এই ফোনটি ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। 

সম্প্রতি জনপ্রিয় তথ্য ফাঁসকারী (টিপস্টার) 'ডিজিটাল চ্যাট স্টেশন' ফোনটির প্রায় সব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও কারিগরি তথ্য জনসমক্ষে এনেছেন। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের জানুয়ারিতেই চীনে এই ফোনটি উন্মোচন করা হতে পারে।

অপো ফাইন্ড এন৬-এর ডিসপ্লে ও সফটওয়্যার

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, অপো ফাইন্ড এন৬-এ থাকছে দ্বৈত পর্দা (ডুয়েল ডিসপ্লে) সেটআপ। ফোনটির ভেতরের পর্দা হিসেবে দেওয়া হতে পারে ৮.১২ ইঞ্চির 'এলটিপিও ওএলইডি' (LTPO OLED) প্যানেল, যার রেজোলিউশন হবে ২কে (2K)। অন্যদিকে, বাইরের পর্দার (কভার ডিসপ্লে) আকার হতে পারে ৬.৬২ ইঞ্চি। দুই পর্দাতেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকার সম্ভাবনা রয়েছে, যা গ্রাহকদের ব্যবহারের অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক কালার ওএস ১৬ (ColorOS 16)।

উচ্চমানের ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির দিক থেকে এই ফোনে থাকছে বড় চমক। সেলফির জন্য ফোনের বাইরের ও ভেতরের—উভয় পর্দায় ২০ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হতে পারে। অর্থাৎ ফোনটি ভাঁজ করা বা খোলা—উভয় অবস্থাতেই সমান মানের ছবি তোলা যাবে। ফোনের পেছনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল, ২০০ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের তিনটি সেন্সর। তবে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরাটি প্রধান সেন্সর কি না, তা নিয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

4--n5

পারফরম্যান্স ও স্টোরেজ

কার্যক্ষমতার ক্ষেত্রেও অপো ফাইন্ড এন৬ বেশ শক্তিশালী হতে চলেছে। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হতে পারে অত্যাধুনিক 'স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫' (Snapdragon 8 Elite Gen 5) চিপসেট। ফোনটি ১৬ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত অভ্যন্তরীণ মেমোরি (ইন্টারনাল স্টোরেজ) সংস্করণে বাজারে আসতে পারে।

ব্যাটারি ও অন্যান্য বৈশিষ্ট্য

দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে ৬০০০ এমএএইচ (mAh) ক্ষমতার দ্বৈত কোষের (ডুয়েল সেল) ব্যাটারি দেওয়া হতে পারে। এছাড়া ফোনটিতে তারহীন চার্জিং (ওয়্যারলেস চার্জিং) সুবিধা থাকার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তার জন্য ফোনের পাশে যুক্ত থাকতে পারে আঙুলের ছাপ শনাক্তকারী যন্ত্র (সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর)।

আরও পড়ুন: ব্যবহারকারী বিপদে পড়লে প্রিয়জনদের লোকেশন জানাবে স্মার্টফোন

নকশার দিক থেকে অপো ফাইন্ড এন৬ তিনটি আকর্ষণীয় রঙে আসতে পারে— টাইটানিয়াম, গাঢ় কালো (ডিপ ব্ল্যাক) এবং সোনালী কমলা (গোল্ডেন অরেঞ্জ)। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, প্রিমিয়াম স্মার্টফোন বাজারে এই নতুন ফোল্ডেবল ফোনটি বড় ধরণের আলোড়ন তৈরি করবে।

এজেড