images

তথ্য-প্রযুক্তি

ব্যবহারকারী বিপদে পড়লে প্রিয়জনদের লোকেশন জানাবে স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম

জরুরি পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ বিনামূল্যে নতুন এক ফিচার নিয়ে এলো গুগল। এখন থেকে কোনো ব্যক্তি বিপদে পড়লে তার স্মার্টফোনটি স্বয়ংক্রিয়ভাবে তার অবস্থান বা লোকেশন প্রিয়জনদের জানিয়ে দেবে। মূলত অ্যানড্রয়েড ব্যবহারকারীদের সুরক্ষাকবচ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে মার্কিন টেক জায়ান্টটি।

সংকটে কার্যকর সুরক্ষাবলয়

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচারটি বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যখন বিপদগ্রস্ত ব্যক্তির পক্ষে কথা বলা বা বিস্তারিত ঠিকানা জানানো সম্ভব হয় না। এমন অবস্থায় কল বা মেসেজ করার সাথে সাথে লোকেশন চলে যাওয়ায় উদ্ধারকাজ দ্রুততর হবে।

emergency_live_video_android_1765424930376

নেটওয়ার্ক সমস্যাতেও মিলবে সমাধান

গুগল নিশ্চিত করেছে যে, এই ফিচারটি ব্যবহারের জন্য শক্তিশালী ইন্টারনেট সংযোগ বাধ্যতামূলক নয়। যেসব এলাকায় নেটওয়ার্ক দুর্বল বা কল ড্রপের সমস্যা রয়েছে, সেখানেও এই ‘ইমার্জেন্সি লোকেশন সার্ভিস’ কার্যকর থাকবে। প্রাথমিকভাবে বেশ কিছু দেশে এই পরিষেবার পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে। ভারতেও সেবাটি চালু রয়েছে।

আরও পড়ুন: ফোনের ডার্ক মোড কি সত্যিই ব্যাটারি বাঁচায়?

গোপনীয়তা ও নিরাপত্তা

অনেকেই ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন হতে পারেন, তবে গুগল আশ্বস্ত করেছে যে গ্রাহকের লোকেশন সবসময় শেয়ার হবে না। এই সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যা কেবল জরুরি পরিস্থিতিতেই সক্রিয় হবে। এছাড়া এই পরিষেবার জন্য গ্রাহককে বাড়তি কোনো অর্থ গুনতে হবে না বা আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না।

এজেড