তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৬, ১০:২৭ এএম
শীতের তীব্রতা বাড়লে আমরা যেমন নিজেদের সুরক্ষিত রাখতে গরম কাপড় পরি, তেমনি আমাদের নিত্যসঙ্গী স্মার্টফোনটিরও বিশেষ যত্নের প্রয়োজন হয়। কনকনে ঠান্ডা এবং বাতাসে অতিরিক্ত আর্দ্রতা কেবল মানুষের শরীরের জন্যই নয়, বরং আধুনিক ইলেকট্রনিক ডিভাইসের জন্যও মারাত্মক হুমকি। বিশেষ করে স্মার্টফোনের ব্যাটারি, স্ক্রিন এবং অভ্যন্তরীণ সার্কিট ঠান্ডার কারণে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
কেন শীতকাল ফোনের জন্য বিপজ্জনক?
অধিকাংশ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়, যা একটি নির্দিষ্ট তাপমাত্রা সীমার (১৫°C থেকে ২৫°C) মধ্যে ভালো কাজ করে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে বা ৫°C-এর নিচে নেমে গেলে ব্যাটারির ভেতরের রাসায়নিক বিক্রিয়া ধীর হয়ে যায়। ফলে ব্যাটারি দ্রুত চার্জ হারায় এবং অনেক সময় ফোন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ঠান্ডায় এলসিডি বা ওলেড স্ক্রিনের স্পর্শকাতরতা কমে যায় এবং আর্দ্রতার কারণে ফোনের ভেতরে জলীয় বাষ্প জমে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি থাকে।

ফোনের শীতকালীন সুরক্ষায় প্রয়োজনীয় টিপস:
১. শরীরের তাপমাত্রার কাছাকাছি রাখুন: বাইরে বেরোনোর সময় ফোনটি হাতে বা কোটের বাইরের পকেটে না রেখে প্যান্টের পকেটে রাখার চেষ্টা করুন। এতে আপনার শরীরের স্বাভাবিক তাপে ফোনটি সচল থাকবে এবং বাইরের চরম ঠান্ডা থেকে রক্ষা পাবে।
২. তাপমাত্রার আকস্মিক পরিবর্তন এড়ানো: তীব্র ঠান্ডা থেকে ঘরে ফেরার পরপরই ফোন চার্জে দেবেন না বা ভারী কোনো কাজ করবেন না। বাইরের ঠান্ডা ফোন হঠাৎ ঘরের উষ্ণ সংস্পর্শে এলে ভেতরে ঘনীভবন বা পানি জমতে পারে। ফোনটিকে স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য কিছুক্ষণ সময় দিন।
আরও পড়ুন: শীতকালে স্মার্টফোনের চার্জ দ্রুত শেষ হয়? জানুন আসল সত্য
৩. থার্মাল বা সিলিকন কভার ব্যবহার: শীতকালে সাধারণ কভারের চেয়ে নিওপ্রিন বা মোটা সিলিকন কভার ব্যবহার করা ভালো। এটি ফোনকে বাইরের তাপমাত্রা থেকে ইনসুলেশন বা সুরক্ষা প্রদান করে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা থাকলে ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করুন।

৪. গ্লাভস মোড ও বিশেষ আনুষাঙ্গিক: ঠান্ডায় হাত খোলা রেখে ফোন ব্যবহার করা যেমন কষ্টের, তেমনি ফোনের স্ক্রিনের জন্যও তা ক্ষতিকর। আপনার ফোনে 'গ্লাভস মোড' থাকলে তা চালু করুন। এছাড়া টাচস্ক্রিন ব্যবহার উপযোগী ক্যাপাসিটিভ গ্লাভস ব্যবহার করতে পারেন।
৫. আর্দ্রতা থেকে সাবধান: শীতের কুয়াশা বা শিশির ফোনের চার্জিং পোর্ট ও স্পিকার গ্রিলে জমে অক্সিডেশন বা জং তৈরি করতে পারে। ফোন ভিজে গেলে দ্রুত শুকিয়ে নিন এবং প্রয়োজনে সিলিকা জেল সমৃদ্ধ ব্যাগে ফোনটি রাখুন।
স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সামান্য অসতর্কতায় সাধের ফোনটি অকেজো হয়ে গেলে তথ্য ও অর্থ—উভয়ই ক্ষতির মুখে পড়ে। তাই এই শীতে ফোনকে চরম ঠান্ডা থেকে দূরে রাখুন এবং সঠিক এক্সেসরিজ ব্যবহার করে এর স্থায়িত্ব নিশ্চিত করুন।
এজেড