তথ্যপ্রযুক্তি ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ১০:০৭ এএম
ভারতের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে শাওমির সাব-ব্র্যান্ড পোকো (Poco)। আগামী সপ্তাহেই তাদের জনপ্রিয় 'এম' সিরিজের নতুন স্মার্টফোন Poco M8 5G উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। স্লিম বডি, আধুনিক ডিজাইন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন (AI) ক্যামেরার এই ফোনটি নিয়ে ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
৮ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন
পোকো ইন্ডিয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে যে, আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টায় ভারতে ফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে (Flipkart) ফোনটির জন্য একটি বিশেষ পেজ চালু করা হয়েছে। লিক হওয়া তথ্য অনুযায়ী, ফোনটির পেছনের অংশে ম্যাট ফিনিশ এবং ভেগান লেদারের সমন্বয়ে একটি ডুয়াল-টোন প্যানেল ব্যবহার করা হয়েছে।
স্লিম ডিজাইন ও আকর্ষণীয় ক্যামেরা
পোকো এম৮ ৫জি ফোনটি ওজনে যেমন হালকা, তেমনি গড়নেও বেশ পাতলা। এর ওজন মাত্র ১৭৮ গ্রাম এবং পুরুত্ব বা থিকনেস মাত্র ৭.৩৫ মিমি। ফোনের পেছনে রয়েছে বর্গাকার-গোলাকৃতি (Squircle) ক্যামেরা মডিউল। এতে থাকছে ৫০ মেগাপিক্সেলের এআই প্রাইমারি ক্যামেরা।

সম্ভাব্য স্পেসিফিকেশন ও পারফরম্যান্স
প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এই ফোনটি রেডমি নোট ১৫ ৫জি (Redmi Note 15 5G)-এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। সেই অনুযায়ী এর সম্ভাব্য ফিচারগুলো হলো:
ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশ রেট সম্পন্ন ৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। এর সর্বোচ্চ উজ্জ্বলতা বা পিক ব্রাইটনেস হতে পারে ৩২০০ নিটস। সুরক্ষার জন্য থাকবে কর্নিং গরিলা গ্লাস ৭আই।
প্রসেসর ও মেমোরি: পারফরম্যান্সের জন্য এতে থাকতে পারে Snapdragon 6 Gen 3 চিপসেট। সাথে সর্বোচ্চ ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ব্যাটারি ও চার্জিং: দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ৫,৫২০mAh ব্যাটারি থাকতে পারে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৮ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: শক্তিশালী ব্যাটারি ও এআই ফিচারে আসছে রিয়েলমি নিও ৮ ইনফিনিটি এডিশন
সুরক্ষা: ধুলা ও পানি থেকে সুরক্ষা নিশ্চিত করতে এতে আইপি রেটিং থাকতে পারে।
বাজারমূল্য ও প্রতিযোগিতা
যদিও ফোনটির সঠিক দাম এখনও জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি বাজেট ও মিড-রেঞ্জের মধ্যে থাকবে। চলতি বছরের মার্চে বাজারে আসা পোকো এম৭ ৫জি-এর দাম ছিল ৯,৯৯৯ টাকা। সেই ধারাবাহিকতায় পোকো এম৮ ৫জি যদি প্রতিযোগিতামূলক দামে বাজারে আসে, তবে ৫জি স্মার্টফোন বাজারে এটি বড় অবস্থান তৈরি করে নেবে।
এজেড