তথ্যপ্রযুক্তি ডেস্ক
০১ জানুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম
শীতের মৌসুমে বর্তমানে বাজারে সস্তায় মিলছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার বা গিজার। তবে এই ধরনের কম দামি পণ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এই ধরনের ওয়াটার হিটার বা গিজার ব্যবহারে বৈদ্যুতিক শকের আশঙ্কা আছে। এমনকি মৃত্যু ঝুঁকিও রয়েছে।
শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের হাতের নাগালে চলে এসেছে কম দামি ও পোর্টেবল ইনস্ট্যান্ট গিজার। মাত্র ১ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া এই হিটারগুলো সহজেই যেকোনো ট্যাপে বসানো যায়। তবে এই ধরনের সস্তা হিটার ব্যবহারের ঝুঁকি এবং স্থায়িত্ব নিয়ে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঝুঁকির প্রধান কারণসমূহ
এসব হিটার বা গিজার একটি অনিরাপদ বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে বাথরুমে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে বিপদের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়:
শর্ট সার্কিটের ঝুঁকি: এই গিজারগুলোতে সাধারণত নিম্নমানের প্লাস্টিক ও কয়েল ব্যবহার করা হয়। পানির সংস্পর্শে থাকা অবস্থায় প্লাস্টিক গলে গেলে বা কয়েল ফেটে গেলে পুরো পানি বিদ্যুতায়িত হতে পারে।
অনিরাপদ ওয়্যারিং: বাথরুমের মতো স্যাঁতসেঁতে জায়গায় খোলা তার বা প্লাগ পয়েন্ট রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাধারণত পানির ট্যাপের ঠিক ওপরেই বৈদ্যুতিক সকেটে এই কম দামি ইনস্ট্যান্ট হিটার ব্যবহার করা হয়। যা থেকে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

অটো-কাট ফিচারের অভাব: ব্র্যান্ডের গিজারগুলোতে তাপমাত্রা নির্দিষ্ট সীমার ওপরে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু সস্তা হিটারগুলোতে এই নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পানি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটার আশঙ্কা থাকে।
এগুলো কতটা ভালো?
সুবিধার দিক থেকে এগুলো দ্রুত পানি গরম করে এবং দামে সস্তা। কিন্তু স্থায়িত্বের বিচারে এগুলো খুব একটা টেকসই নয়। হার্ড ওয়াটার বা আয়রনযুক্ত পানিতে এগুলোর কয়েল খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এছাড়া বারবার মেরামত করার ঝামেলা তো রয়েছেই।

ব্যবহারকারীদের জন্য সতর্কতা
জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের হিটার ব্যবহারের ক্ষেত্রে নিম্নোক্ত সতর্কতা মেনে চলা জরুরি:
১. পেশাদার ইলেকট্রিশিয়ান দিয়ে সংযোগ: সাধারণ প্লাগ পয়েন্টের বদলে ভালো মানের এমসিবি (MCB) বা সার্কিট ব্রেকার ব্যবহার করুন।
২. পানিরোধী সকেট: বাথরুমে অবশ্যই ওয়াটারপ্রুফ সকেট ব্যবহার করতে হবে এবং তা পানির ঝাপটা থেকে দূরে রাখতে হবে।
৩. সুইচ অফ রাখা: পানি গরম হয়ে গেলে বা ব্যবহারের সময় মেইন পাওয়ার সুইচ বন্ধ রাখার চেষ্টা করুন।

৪. বিএসটিআই সার্টিফাইড পণ্য: কেনাকাটার সময় কিছুটা বেশি খরচ হলেও মানসম্মত ব্র্যান্ডের গিজার বেছে নেওয়া নিরাপদ।
আরও পড়ুন: গিজার চালু রেখে গোসল করা কি ঠিক? জীবন বাঁচাতে মানুন জরুরি কিছু নিয়ম
সস্তা এই গিজারগুলো সাময়িক আরাম দিলেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এগুলোর ব্যবহার যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই "সস্তায় বস্তা পচা" নীতি এড়িয়ে নিরাপত্তার দিকে নজর দেওয়াই বুদ্ধিমানের কাজ।
এজেড