তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের 'চ্যানেলস' ফিচারকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করতে নতুন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে। এতদিন হোয়াটসঅ্যাপ চ্যানেল অনেকটা একতরফা প্রচারের মাধ্যম হিসেবে কাজ করত যেখানে শুধু অ্যাডমিনরাই তথ্য শেয়ার করতে পারতেন। তবে ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে এবার আসছে 'কুইজ' ফিচার। এর মাধ্যমে চ্যানেলের ফলোয়াররা সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে কুইজে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আসছে চ্যানেল কুইজ ফিচার সম্প্রতি আইওএস (iOS) এর হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এই নতুন ফিচারের দেখা মিলেছে। এর আগে অ্যানড্রয়েড বিটা ভার্সনেও এই ফিচারের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ডব্লিউএবিটাইনফো (WABetaInfo) এর রিপোর্ট অনুযায়ী এই নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে 'চ্যানেল কুইজ'। বর্তমানে এটি নির্দিষ্ট কিছু চ্যানেল অ্যাডমিনদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
পোল ও কুইজের মূল পার্থক্য হোয়াটসঅ্যাপ চ্যানেলে আগে থেকেই 'পোল' ফিচার থাকলেও কুইজ তার থেকে সম্পূর্ণ আলাদা। পোলের মাধ্যমে মূলত মানুষের মতামত জানা যায় যেখানে কোনো নির্দিষ্ট সঠিক উত্তর থাকে না। তবে কুইজের ক্ষেত্রে অ্যাডমিনকে একটি প্রশ্নের সঙ্গে একাধিক সম্ভাব্য উত্তর দিতে হবে এবং একটি সঠিক উত্তর আগে থেকেই নির্ধারণ করে দিতে হবে। এর ফলে ফলোয়াররা সহজেই বুঝতে পারবেন এটি তাদের জ্ঞান যাচাইয়ের একটি মাধ্যম।
_20251225_115536618.jpg)
ছবি যোগ করার বিশেষ সুবিধা এই ফিচারের অন্যতম আকর্ষণীয় দিক হলো উত্তরের বিকল্পগুলোর সঙ্গে ছবি যুক্ত করার সুযোগ। শিক্ষামূলক কনটেন্ট কিংবা বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক কাজে এই সুবিধাটি দারুণ কার্যকর হবে। যখন কোনো ফলোয়ার সঠিক উত্তরটি নির্বাচন করবেন তখন স্ক্রিনে চমৎকার কনফেটি অ্যানিমেশন ফুটে উঠবে। তবে ভুল উত্তরের ক্ষেত্রে এমন কোনো ভিজুয়াল রিঅ্যাকশন দেখা যাবে না।
গোপনীয়তা ও ব্যবহারকারীর তথ্য সুরক্ষা চ্যানেল কুইজ ফিচারের মাধ্যমে অ্যাডমিনরা সহজেই দেখতে পাবেন কতজন ফলোয়ার কোন উত্তরটি বেছে নিয়েছেন। এতে চ্যানেলের এনগেজমেন্ট সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রাইভেসির বিষয়টি এখানেও গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো ফলোয়ার যদি অ্যাডমিনের কন্টাক্ট লিস্টে না থাকেন তবে তার প্রোফাইল থেকে খুব সামান্য তথ্যই অ্যাডমিন দেখতে পাবেন।
আরও পড়ুন: পাসওয়ার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ লগইন করলে হ্যাক হতে পারে অ্যাকাউন্ট
বর্তমানে আইওএস এবং অ্যানড্রয়েড উভয় বিটা ভার্সনেই এই ফিচারটি দেখা গেলেও সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে নাগাদ চালু হবে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই বিশ্বজুড়ে সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই ফিচারের সুবিধা পাবেন।
এজেড