তথ্যপ্রযুক্তি ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
বছরের শেষ মুহূর্তে শপিং হোক আরও স্মার্ট ও সাশ্রয়ী। দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে দারাজ হিমালয়া সুপার ব্র্যান্ড ডে। এই বিশেষ আয়োজনে হিমালয়ার জনপ্রিয় স্কিন ও পার্সোনাল কেয়ার পণ্যে থাকছে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়, ফ্রি ডেলিভারি সঙ্গে আকর্ষণীয় ভাউচার। শীতে ত্বকের যত্ন থেকে শুরু করে রেগুলার কেয়ার সবকিছুই পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, বাজারের সেরা দামে। নিজের যত্নে এখনই সময় হিমালয়ার পছন্দের প্রোডাক্টগুলো কিনে নেওয়ার।
কী থাকছে দারাজ হিমালয়া সুপার ব্র্যান্ড ডে তে?
বিশাল ছাড়: হিমালয়ার জনপ্রিয় স্কিন ও পার্সোনাল কেয়ার পণ্যে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়।
ফ্রি ডেলিভারি ও ভাউচার: প্রতিটি অর্ডারে থাকছে বিশেষ ভাউচার ডিসকাউন্ট ও ফ্রি ডেলিভারি সুবিধা। সীমিত সময়ের এই অফার থাকছে ২১-২৪ ডিসেম্বর পর্যন্ত।
হিমালয়া ক্লিয়ার কমপ্লেক্সন ব্রাইটেনিং বডি লোশন ৪০০ মি.লি.

প্রতিদিনের লোশনে চাই ব্রাইট স্কিন আর হেলদি গ্লো? হিমালয়া ক্লিয়ার কমপ্লেক্সন ব্রাইটেনিং বডি লোশন রুক্ষতা কমিয়ে দীর্ঘক্ষণ ত্বক রাখে হাইড্রেটেড ও ময়েশ্চারাইজড। ত্বকের শুষ্কতা কমায় এবং ত্বককে রাখে ফ্রেশ, সফট ও হেলদি। নিয়মিত ব্যবহারে স্কিনে এনে দেয় প্রাকৃতিক ব্রাইট লুক। প্রতিদিনের স্কিন কেয়ারের জন্য এটি হতে পারে আপনার পারফেক্ট চয়েস।
লিমিটেড এই অফারে কিনতে এখানে ক্লিক করুন।
হিমালয়া বেবি লোশন ২০০ মি.লি.

এই শীতে আপনার বেবির ত্বকে চাই সারাদিনের কোমল স্পর্শ? হিমালয়া বেবি লোশন আপনার শিশুর সংবেদনশীল ত্বকের জন্য বিশেষভাবে তৈরি। লোশনটি ত্বককে ময়েশ্চারাইজ করে ও রাখে সফট ও ফ্রেশ। নিয়মিত ব্যবহার বেবির ত্বককে করে আরও কোমল ও হেলদি। প্রতিটি স্পর্শেই থাকুক যত্ন আর ভালোবাসা। আজই দিন আপনার শিশুকে কোমল সুরক্ষা!
শিশুর যত্নে লোশনটি অর্ডার করতে এখানে ক্লিক করুন
হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ ৩০০ মি.লি.

ব্রণ আর অয়েলি ত্বক নিয়ে আর নয় চিন্তা! হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ ত্বককে গভীর থেকে পরিষ্কার করে, ত্বকের ময়লা ও ব্যাকটেরিয়া দূর করে, পোরস পরিষ্কার রাখে এবং স্কিনে অতিরিক্ত তেল, ব্রণ ও র্যাশের সমস্যা কমায়। নিয়মিত ব্যবহারে ত্বক হয় পরিষ্কার, সতেজ ও অয়েল-ফ্রি।
লিমিটেড অফার! ফেস কেয়ার অর্ডার করতে ক্লিক করুন।
হিমালয়া মেন পাওয়ার ব্রাইট লিকারিস ফেস ওয়াশ ১০০ মি.লি.

পুরুষদের ত্বকের যত্নে আছে হিমালয়া মেন পাওয়ার ব্রাইট লিকারিস ফেস ওয়াশ। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে, জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার করে এবং নিয়মিত ব্যবহারে ব্রাইট লুক দেয়। স্কিনকে রাখে ফ্রেশ ও অয়েল-ফ্রি। নিয়মিত ব্যবহারে ত্বক দেখায় ক্লিয়ার ও হেলদি।
মেন ফেস কেয়ার অর্ডার করতে এখানে ক্লিক করুন
হিমালয়া নারিশিং স্কিন ক্রিম ৫০ মি.লি.

শুষ্ক ও রুক্ষ ত্বক নিয়ে টেনশন? হিমালয়া নারিশিং স্কিন ক্রিম ব্যবহারে ত্বক হবে নরম, হাইড্রেটেড ও হেলদি। ক্রিমটি ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে, শুষ্কতা দূর করে এবং নিয়মিত ব্যবহারে স্কিন হয় স্মুথ ও ফ্রেশ। প্রতিদিনের স্কিন কেয়ারের জন্য নির্ভরযোগ্য পছন্দ।
হাইড্রেটেড ও হেলদি ত্বকের যত্ন পেতে অর্ডার করুন ।
কেন দারাজ হিমালয়া সুপার ব্র্যান্ড ডে ক্যাম্পেইন মিস করা উচিত নয়?
বছরের শেষ কেনাকাটায় যেন কোনো কমতি না থাকে, সেজন্য দারাজ নিয়ে এসেছে সেরা সব সুবিধা। একনজরে দেখে নিন কেন এখনই অর্ডার করবেন-
*সর্বোচ্চ ছাড়ের নিশ্চয়তা: মেগা ডিল এবং ফ্ল্যাশ সেলে পাচ্ছেন ৫০% পর্যন্ত অবিশ্বাস্য ছাড়।
*অতিরিক্ত সাশ্রয়: ভাউচার ও নির্দিষ্ট পেমেন্ট পার্টনারদের মাধ্যমে পেমেন্ট করলে পাচ্ছেন বাড়তি সেভিংস।
*নিশ্চিন্ত কেনাকাটা: ১৪ দিনের সহজ রিটার্ন সুবিধা এবং অথেনটিক পণ্যের নিশ্চয়তা থাকায় আপনার শপিং হবে সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত।
*দ্রুততম ডেলিভারি: দারাজের শক্তিশালী লজিস্টিক নেটওয়ার্কের মাধ্যমে আপনার পছন্দের পণ্যটি দ্রুততম সময়ে পৌঁছে যাবে আপনার দরজায়।
এই ক্যাম্পেইনে জনপ্রিয় পণ্যগুলো এখন দারাজে পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যছাড়, ফ্রি ডেলিভারি এবং বিশেষ ভাউচার অফারে। বছর শেষ হওয়ার আগেই হিমালয়া পণ্য কিনে ফেলার এটাই শেষ সুযোগ। তাই স্টক ফুরিয়ে যাওয়ার আগেই এখনই দারাজ অ্যাপে হিমালয়া সুপার ব্র্যান্ড ডে-এর আনন্দ উপভোগ করুন!
এজেড