images

তথ্য-প্রযুক্তি

সিনেমা, গেম ও স্ট্রিমিংয়ে বাড়ছে এইআই-নির্ভর সাইবার হুমকি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

বিশ্বব্যাপী বিনোদন জগতে ২০২৬ সালে যেসব সাইবার নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে, তার মূল কেন্দ্রবিন্দু হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) চিহ্নিত করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। ক্যাসপারস্কি সিকিউরিটি বুলেটিনের নতুন এক তথ্যে টিকিটিং সিস্টেম, ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স), কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন), গেমিং ও নিয়ন্ত্রণ কাঠামোয় এআইয়ের প্রভাব এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে।

ক্যাসপারস্কির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার টিকিট বিক্রি থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণ, গেমিং এবং ডিজিটাল কনটেন্ট সব ক্ষেত্রেই এআই দ্রুত পরিবর্তন আনছে। তবে একই সঙ্গে এআই প্রযুক্তি নতুন ধরনের সাইবার ঝুঁকিও তৈরি করছে। গল্প, ভিজ্যুয়াল বা পারফরম্যান্সের মতো সৃজনশীল কনটেন্ট তৈরি ও নকল করতে সক্ষম হওয়ায় এআই এখন যেমন একটি শক্তিশালী টুল, তেমনি সাইবার অপরাধীদের জন্য একটি বড় আক্রমণের ক্ষেত্র হয়ে উঠছে।

ক্যাসপারস্কির ওয়েব কনটেন্ট অ্যানালাইসিস বিশেষজ্ঞ আন্না লারকিনা বলেন, ‘বিনোদন শিল্পের বিভিন্ন খাত বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখেছি, প্রায় সব নতুন ঝুঁকির মধ্যেই এআই একটি সাধারণ সূত্র হিসেবে কাজ করছে। এআই যেমন নিরাপত্তা বিশেষজ্ঞদের দ্রুত ঝুঁকি শনাক্তে সহায়তা করবে, তেমনি আক্রমণকারীদেরও বাজার বিশ্লেষণ, অবকাঠামো দুর্বলতা খোঁজা এবং বিশ্বাসযোগ্য ক্ষতিকর কনটেন্ট তৈরি করতে সাহায্য করবে। তাই স্টুডিও, প্ল্যাটফর্ম ও কনটেন্ট মালিকদের এআই সিস্টেমকে শুধু সৃজনশীল টুল হিসেবে নয়, বরং তাদের মূল নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করা উচিত বলে আমরা মনে করি।’

আরও পড়ুন: ফোনে আসা প্রতারণামূলক এসএমএস যেভাবে চিনবেন

ক্যাসপারস্কির বিশ্লেষণে এআই-নির্ভর পাঁচটি বড় হুমকির কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে- টিকিটিং বাজারে এআই বট ব্যবহার করে পুনঃবিক্রয়মূল্য নিয়ন্ত্রণ, এআইভিত্তিক ভিএফএক্স ব্যবহারের ফলে ছোট ভেন্ডর ও ফ্রিল্যান্সারদের মাধ্যমে তথ্য ফাঁসের ঝুঁকি, মুক্তির আগের সিনেমা ও গেম সংরক্ষিত থাকা সিডিএন’কে লক্ষ্য করে বড় ধরনের সাইবার আক্রমণ, গেমিং ও ফ্যান কমিউনিটিতে এআই দিয়ে ক্ষতিকর কনটেন্ট তৈরি এবং ব্যক্তিগত তথ্য ফাঁস। সবশেষে ক্যাসপারস্কি বলছে, এআইয়ের স্বচ্ছতা, সম্মতি ও কপিরাইট নিয়ে নতুন নতুন আইন ও বিধিনিষেধ আসায় বিনোদন খাতের প্রতিষ্ঠানগুলোকে আলাদা করে এআই গভর্ন্যান্স ও কমপ্লায়েন্স টিম গঠনের দিকে যেতে হবে, যাতে আইনগত, নৈতিক ও নিরাপত্তাজনিত ঝুঁকিগুলো একসঙ্গে সামাল দেওয়া যায়।

ক্যাসপারস্কির প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঝুঁকি মোকাবিলায় বিনোদন প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমে এআই ব্যবহারের পূর্ণ মানচিত্র তৈরি, এআই-সক্ষম ভেন্ডরদের নিরাপত্তা জোরদার, সিডিএন–এ অস্বাভাবিক কার্যকলাপ নজরদারি এবং গেম ও মার্কেটিং প্ল্যাটফর্মে ব্যবহৃত জেনারেটিভ এআইয়ের কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা পর্যালোচনা করা প্রয়োজন।

এআই ও বিনোদন শিল্প ঘিরে সম্ভাব্য সব ঝুঁকি ও পরিস্থিতি ক্যাসপারস্কি সিকিউরিটি বুলেটিনের (Kaspersky Security Bulletin) সর্বশেষ সংস্করণে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।  

এজেড