images

তথ্য-প্রযুক্তি

কম দামে কিনতে পারবেন ৭০০০ এমএএইচ ব্যাটারি এই ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ এএম

রিয়েলমি সি৮৫ প্রো’র অবিশ্বাস্য সাফল্যের পর বাংলাদেশে ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৮৫ উন্মোচন করল তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে রিয়েলমি সি৮৫-এ চরম সহনশীলতার উপযোগী করে তৈরি করা হয়েছে।

রিয়েলমি সি৮৫-এ রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা ব্যাটারি একইসঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা। এছাড়াও, অন্যান্য ডিভাইস চার্জের জন্য ফোনটিতে রয়েছে ১০ ওয়াট রিভার্স চার্জিং সক্ষমতা, যা এটিকে বাস্তবে ‘পাওয়ার কম্প্যানিয়নে’ রূপান্তরিত করেছে।

রিয়েলমির যুগান্তকারী অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে সি৮৫ নিয়ে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিজয়ী ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন স্ট্যান্ডার্ড- আইপি৬৯ প্রো রেটিং। এই সর্বাধুনিক ডিউরেবিলিটি টেকনোলজি ডিভাইসটিকে ৬০ দিন পর্যন্ত পানির নিচে ডুবে থাকার পরও টিকে থাকতে সাহায্য করে।

b2c4917e-8b29-4812-8d68-6f5ed36917be

এক্সট্রিম প্রোটেকশন ও শক্তিশালী ব্যাটারি সক্ষমতার পাশাপাশি ফোনটিতে রয়েছে দৃষ্টিনন্দন ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, সুপার-স্মুথ ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ১,২০০ নিট পিক ব্রাইটনেস। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৬৮৫ ফোরজি প্রসেসর ব্যবহার করা হয়েছে; যা দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং ও অ্যাপ হ্যান্ডলিংয়ে দ্রুত ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়াও, ফটোপ্রেমীদের জন্য ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: ডাইমেনসিটি ৯৫০০: দ্রুত কাজ, দীর্ঘ ব্যাকআপ

আলট্রা ব্যাটারি পাওয়ার, রেকর্ড-ব্রেকিং ডিউরেবিলিটি ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে রিয়েলমি সি৮৫ পাওয়া যাবে সোয়ান ব্ল্যাক ও কিংফিশার ব্লু এই দুইটি অনন্য রঙে। দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে- রিয়েলমি সি৮৫; ৬ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য ১৮,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য মাত্র ২০ হাজার ৯৯৯ টাকা।

এজেড