images

তথ্য-প্রযুক্তি

দারাজে ১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল শুরু আজ রাত ৮টায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ এএম

বছরের শেষ প্রান্তে এসে আবারও গ্রাহকদের জন্য বড়সড় কেনাকাটার আয়োজন নিয়ে হাজির হচ্ছে দারাজ বাংলাদেশ। ১১ ডিসেম্বর রাত ৮টা থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে ১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল, যেখানে গ্রাহকেরা পাবেন বছরের শেষ মুহূর্তে পছন্দের পণ্য কেনার সুযোগ, আকর্ষণীয় ছাড়, এবং বৈচিত্র্যময় কেনাকাটার অভিজ্ঞতা।

এবারের ক্যাম্পেইনে থাকছে অসংখ্য আকর্ষণীয় ডিল, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫% ছাড়। সব ক্যাটাগরিতেই বাজারের তুলনায় সর্বনিম্ন মূল্য নিশ্চিত করেছে দারাজ, ফলে শীতের প্রয়োজনীয়তা হোক বা বছরের শেষ আপগ্রেড- এটাই সেরা সময়। সঙ্গে থাকছে সাইট-ওয়াইড ডেলিভারি অফার এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি, যাতে প্রতিটি কেনাকাটাতেই গ্রাহক পান বাড়তি সাশ্রয়।

PR_Image_3

১২.১২ ক্যাম্পেইনের প্রতিটি দিনকে উৎসবমুখর করতে দারাজ সাজিয়েছে ভিন্ন ভিন্ন ইভেন্ট। ১১ ডিসেম্বর রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চলবে বিশেষ ফ্ল্যাশ ভাউচার ঘন্টা, যেখানে গ্রাহকেরা অতিরিক্ত ৮% ছাড় উপভোগ করতে পারবেন। পুরো সপ্তাহজুড়েই থাকছে নানা থিম-ভিত্তিক দিনের আয়োজন, লাইফস্টাইল কোজি ফ্রাইডে, চয়েস ডে স্যাটারডে, ফ্যাশন ফরওয়ার্ড সানডে ও মানডে, ইলেকট্রিক টিউসডে, বুধবারের বাজার, এবং বিউটি অ্যান্ড ওয়েলনেস থার্সডে- যেখানে প্রতিদিনের জন্য রাখা হয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি-কেন্দ্রিক অফার।

এই ক্যাম্পেইনে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো নিয়ে আসছে তাদের নিজস্ব ‘ব্র্যান্ড ডে’, লোটো (১৩ ডিসেম্বর), অপো (১৪ ডিসেম্বর), রিয়েলমি (১৫ ডিসেম্বর), ম্যারিকো সুপার ব্র্যান্ড ডে (১৭ ডিসেম্বর) এবং ভিশন (১৮ ডিসেম্বর)। দারাজ চয়েস চ্যানেলের গ্রাহকেরা পাবেন বিশেষ বান্ডেল সুবিধা- ৪টি কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি ফ্রি + ফ্রি ডেলিভারি।

PR_Image_2

পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য নিশ্চিত করতে এবারের আয়োজনে প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইউনিলিভার, রেকিট, ম্যারিকো এবং হিমালয়া। গোল্ড স্পনসর হিসেবে থাকছে বাটা এবং সিলভার স্পনসর হিসেবে রয়েছে জিএসকে, এসিআই ও ফ্রেশ। এসব পার্টনারশিপের ফলে গ্রাহকরা ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হেলথ ও বিউটি এবং লাইফস্টাইল ক্যাটাগরিতে সেরা পণ্যগুলো পাবেন সহজেই।

গ্রাহকদের কেনাকাটা আরও সাশ্রয়ী করতে দেশের শীর্ষস্থানীয় পেমেন্ট পার্টনারদের সঙ্গে বিশেষ চুক্তি করেছে দারাজ। এই ক্যাম্পেইন চলাকালীন বিকাশ, নগদ, ব্র্যাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি (শুধুমাত্র দারাজ ভিসা কো-ব্র্যান্ডেড কার্ড), মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা ১৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় উপভোগ করতে পারবেন।

PR_Image_4

পাশাপাশি বড় অংকের লেনদেনের ক্ষেত্রে ০% ইএমআই সুবিধার সঙ্গে থাকছে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক অথবা রিওয়ার্ড জেতার সুযোগ, যা প্রযোজ্য হবে সিটি ব্যাংক ফ্লেক্সিবাই, ইবিএল জিপ এবং এমটিবি ফ্লেক্সিপে -এর ক্ষেত্রে।

আরও পড়ুন:ভিজ্ঞতা ছাড়া দারাজে চাকরি, ঢাকায় কাজের সুযোগ

আকর্ষণীয় ফ্ল্যাশ সেল থেকে শুরু করে এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে- সব মিলিয়ে বছর শেষ করার সেরা শপিং গন্তব্য হতে যাচ্ছে দারাজ ১২.১২ গ্র্যান্ড ইয়ার এন্ড সেল। অফারগুলো লুফে নিতে ভিজিট করুন দারাজ অ্যাপ অথবা ওয়েবসাইট এবং ক্যাম্পেইনের সবশেষ আপডেট জানতে চোখ রাখুন দারাজ বাংলাদেশের ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। 

এজেড