images

তথ্য-প্রযুক্তি

আগারগাঁওয়ের আইডিবি ভবনে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’ শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের নতুন সব প্রযুক্তিপণ্য সম্ভার নিয়ে রাজধানীতে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫। আজ (৮ ডিসেম্বর) থেকে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে দেশের বৃহত্তম এই প্রযুক্তিপণ্যের মেলার উদ্ভোধন করা হয়। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ছয় দিন ব্যাপী মেলা চলবে।

সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক সব কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, প্রিন্টারসহ নিত্য নতুন অনুমোদিত প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হচ্ছে এবারের মেলায়। এছাড়া, প্রতিবারের মতো এবারো মেলার দর্শকদের জন্য থাকছে নানা চমক।

মেলার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডর ম্যানেজিং ডিরেক্টর, ও আইডিবির বিসিএস কম্পিউটার সিটির উপদেষ্টা মোহাম্মদ জহিরুল ইসলাম।

এসময় তিনি বলেন আইডিবি মেলা শুধু ব্যবসার আয়োজন নয়, এটি বাংলাদেশের আইটি শক্তির একটি বার্তা যে আমরা নতুন প্রযুক্তি দিয়ে ভবিষ্যতের দেশ গড়তে প্রস্তুত। বাংলাদেশের প্রকৃত সম্পদ আমাদের তরুণরা। তাদের হাতে প্রযুক্তি তুলে দিতে পারলে, বিশেষ করে প্রতিটি শিক্ষার্থীর কাছে একটি করে কম্পিউটার পৌঁছাতে পারলে, বাংলাদেশ আইসিটি ক্ষেত্রে পিছিয়ে থাকবে না; বরং আগামী দিনগুলোতে প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দ্রুত এগিয়ে যাবে

City_IT_Fair_01

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এক্সেল টেকনোলজিস লিমিটেডর ম্যানেজিং ডিরেক্টর ও আইডিবির বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির উপদেষ্টা গৌতম সাহা। 

বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও আইডিবির বিসিএস কম্পিউটার সিটির উপদেষ্টা মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার।

সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট আকতার হোসেন খান। 

তিনি বলেন, প্রযুক্তিপণ্যের গ্রাহক, এবং বিক্রেতাদের মধ্যে একটি সংযোগ তৈরি করাই এই মেলার লক্ষ্য। একই সঙ্গে দেশের বাজারে থাকা নতুন সব প্রযুক্তিপণ্য সম্পর্কে মেলার দর্শকরা জানতে পারবেন এই মেলার মাধ্যমে। মেলায় কেনাকাটায় ছাড়ের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকবে নানা ধরনের আয়োজন। শিশু-কিশোরদের জন্য থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

City_IT_Fair_02

সিটি আইটি মেগা ফেয়ার এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, বিখ্যাত ব্র্যান্ডগুলোর পরিষেবা আর পণ্য সম্পর্কে অভিজ্ঞতা নিতে সিটি আইটি মেগা ফেয়ার ক্রেতাদের জন্য একটি বড় সুযোগ। এছাড়া, গ্রাহকদের আরও উৎসাহিত করতে এবং দেশের এই বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা উপলক্ষ্যে মার্কেট জুড়েই থাকবে নানা ধরনের অফার-মূল্যছাড়

সিটি আইটি মেগা ফেয়ারে পৃষ্ঠপোষক হিসাবে আছে আসুস, এপসন, এইচপি, এলডিনিও, লেনোভো, এম এস আই এবং টিপি-লিংক। মেলায় অংশগ্রহণ করা স্টলগুলোর মধ্যে থাকছে চুউই ল্যাপটপ, প্যান্টাম, ডেল, ওয়ালটন কম্পিউটার, ডিপকুল, এসার, বি-ট্র্যাক, টি এন্ড ভি, কিউডি, রাপু, ভেনশন এর মতো ব্রান্ড। মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক গিগাবাইট।

আরও পড়ুন: সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এ বিক্রি হবে টেকনো মেগাবুক সিরিজ

প্রতিবছরের মতো এবারও মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার, দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডা সহ সঠিক পণ্যের নিশ্চয়তাসহ নিশ্চিত ওয়ারেন্টি। এছাড়াও দর্শনার্থীদের জন্য প্রতিদিন থাকবে কনসার্ট ও র‍্যাফেল ড্র এর আয়োজনআজকে থেকে শুরু হওয়া সিটি আইটি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে

এজেড