তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পিএম
ভারতে রিয়েলমি নতুন ৫জি স্মার্টফোন ‘রিয়েলমি পি৪এক্স’ বাজারে এনেছে। বিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, দ্রুত প্রদর্শন হার এবং উন্নত শীতলীকরণ প্রযুক্তি, সব মিলিয়ে বাজেট মানের মধ্যে এটি একটি শক্ত প্রার্থী। তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি। এবার দেখে নেওয়া যাক দাম ও সম্পূর্ণ বৈশিষ্ট্য।
রিয়েলমি পি৪এক্স ৫জি স্মার্টফোনটির দাম ভারতে শুরু হয়েছে ১৫,৪৯৯ রুপি থেকে, যেখানে রয়েছে ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ ক্ষমতার মডেল। ৮ গিগাবাইট র্যাম + ১২৮ গিগাবাইট মডেলের দাম ১৬,৯৯৯ রুপি এবং ৮ গিগাবাইট র্যাম + ২৫৬ গিগাবাইট স্টোরেজ ক্ষমতার মডেল বিক্রি হচ্ছে ১৭,৯৯৯ রুপিতে। ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে—ম্যাট রূপালি, এলিগ্যান্ট গোলাপি ও লেক সবুজ। লঞ্চ–অফারে বেস মডেলটি ১৩,৪৯৯ রুপিতে কেনা যাচ্ছে। ফোনটির বিক্রি শুরু হবে ১২ ডিসেম্বর দুপুর ১২টা থেকে অনলাইন দোকান ফ্লিপকার্ট ও রিয়েলমির নিজস্ব ওয়েবসাইটে।
প্রদর্শন সুবিধায় ফোনটিতে রয়েছে ৬.৭২ ইঞ্চির পূর্ণ এইচডি প্লাস তরল–স্ফটিক পর্দা, যা প্রতি সেকেন্ডে ১৪৪ বার ছবি বদলানোর হার (রিফ্রেশ রেট) দেয়। পর্দার সর্বোচ্চ উজ্জ্বলতা ১০০০ নিট, ফলে রোদেও দেখা সহজ হবে।

ক্ষমতার দিক থেকে এতে রয়েছে ৬ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা নামের প্রসেসর। এর সঙ্গে রয়েছে সর্বোচ্চ ৮ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ। অতিরিক্তভাবে ফোনটিতে ১৮ গিগাবাইট পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যায়, এবং স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
ক্যামেরায় রয়েছে দুটি পিছনের সেন্সর—৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের সহায়ক সেন্সর। সেলফি ও ভিডিও আলাপের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি ধুলা ও পানির ছিটা প্রতিরোধে আইপি–৬৪ মান পেয়েছে। অভ্যন্তরীণ তাপ কমানোর জন্য রয়েছে ফ্রোজেন ক্রাউন প্রযুক্তি, যেখানে স্টিল প্লেট ও তামা–গ্রাফাইট আবরণসহ ৫৩০০ বর্গমিলিমিটার আয়তনের বাষ্প–চেম্বার রয়েছে।
আরও পড়ুন: পেন্সিলের চেয়েও পাতলা স্মার্টফোন আনল মটোরোলা
শক্তি যোগাতে ফোনটিতে রয়েছে বড় ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ৪৫ ওয়াট দ্রুত তারযুক্ত চার্জ দেওয়া সমর্থন করে। এছাড়া রয়েছে বাইপাস চার্জিং এবং অন্য ফোন চার্জ দেওয়ার (রিভার্স চার্জিং) সুবিধা।
এই দামে এমন ব্যাটারি, প্রদর্শন মান, প্রসেসর ও তাপ–নিয়ন্ত্রণ—সব মিলিয়ে রিয়েলমি পি৪এক্স ৫জি বাজেট বাজারে শক্ত প্রতিযোগী হয়ে উঠতে পারে।
এজেড