তথ্যপ্রযুক্তি ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এএম
প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে ভূমিকম্প অন্যতম। আগাম পূর্বাভাসের সুযোগ না থাকায় বড় ক্ষতির আশঙ্কাও বেশি। সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় মানুষের উদ্বেগ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে চীনা বিজ্ঞানীরা তৈরি করেছেন এমন এক বিশেষ বিছানা, যা ঘুমের মাঝেও ভূমিকম্পের ধাক্কা থেকে মানুষকে রক্ষা করতে সক্ষম।
চীনা উদ্ভাবকের অভিনব সমাধান
এই বিশেষ খাটের উদ্ভাবক চীনের বিজ্ঞানী ওয়াং ওয়েনক্সি। তার ডিজাইন করা বিছানা ভূমিকম্প শুরু হলেই স্বয়ংক্রিয়ভাবে ভাঁজ হয়ে শক্ত ইস্পাতের একটি বাক্সে পরিণত হয়। ছাদ ভেঙে পড়লেও ভেতরের মানুষ নিরাপদ থাকেন।
২০০৮ সালে চীনের সিচুয়ান ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষের মৃত্যু বা নিখোঁজ হওয়া—ওয়েনক্সিকে এমন উদ্ভাবনের পথে হাঁটতে উদ্বুদ্ধ করে। এরপর তিনি ২০১০ সালে বিছানার পেটেন্ট নেন এবং তারপর থেকে আরও উন্নত মডেল প্রস্তুত করছেন।

১. সেন্সর ভূমিকম্প শনাক্ত করলেই সক্রিয় হয়
বিছানায় বসানো বিশেষ সেন্সর সামান্য কম্পনও শনাক্ত করতে পারে। ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে—
বিছানাটি দ্রুত ভাঁজ হয়ে যায়,
মানুষ বিছানার মাঝখানে থাকা নিরাপদ ফাঁকায় পড়ে,
আরও পড়ুন: মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন উদ্ভাবন করল জাপান, দাম কত?
স্বয়ংক্রিয়ভাবে ওপরে ভারি ঢাকনা নেমে এসে তাকে ঢেকে দেয়।
এর ফলে ধ্বংসস্তূপ ভেঙে পড়লেও ভেতরের মানুষ নিরাপদ থাকে।

২. শক্ত ইস্পাতের ফ্রেম
বিছানার বক্সটি উচ্চমানের ইস্পাত দিয়ে তৈরি, যা প্রচণ্ড চাপ, ভারী ধ্বংসাবশেষ এবং কম্পন সহ্য করতে সক্ষম।
৩. ভেতরে জরুরি রেশন ও সরঞ্জাম
স্টিল বাক্সের ভেতরে থাকে:
পানির বোতল
শুকনো খাবার
হুইসেল
টর্চ লাইট
প্রাথমিক চিকিৎসা সামগ্রী
এগুলো ব্যবহার করে ভিতরে এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকা সম্ভব বলে দাবি করা হয়েছে।

৪. উদ্ধারকাজের সুবিধা
বিছানার মাঝখানে বিশেষ ফাঁকা জায়গা রাখা হয়েছে, যাতে উদ্ধারকারী দল সহজে শনাক্ত করতে পারে।
তবে কিছু বিশেষজ্ঞের প্রশ্ন—
ধ্বংসস্তূপের নিচে বিছানাটি কীভাবে খুঁজে পাওয়া যাবে এবং ভেতরের ব্যক্তি কীভাবে নিজে বের হবেন?—এ দুই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।
বিশেষ এই খাটের সমালোচনা ও সীমাবদ্ধতা
এই খাট নিয়ে বেশ কিছু সমালোচনা রয়েছে—
দাম খুব বেশি, সাধারণ মানুষের নাগালের বাইরে।
আরও পড়ুন: ঢাকায় ঘন ঘন ভূমিকম্প কীসের ইঙ্গিত?
বাসায় স্থাপন করাও ঝক্কিপূর্ণ।
উদ্ধারকর্মীদের দ্রুত শনাক্তের ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত নয়।
তবে তবুও, বিশেষজ্ঞদের মতে—
গভীর রাতে ভূমিকম্পে ছাদ ভেঙে পড়লে এই খাট প্রাণ বাঁচাতে সক্ষম।

অচিরেই বাজারে আসছে
ওয়াং ওয়েনক্সির উদ্ভাবন এখনও উন্নয়নধীন। বাজারে এলে দাম চড়া হবে—তবে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে দুর্যোগপূর্ণ অঞ্চলে এই বিছানার জনপ্রিয়তা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এজেড