তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৬ জুলাই ২০২২, ১২:১২ পিএম
ফেসবুকে বন্ধুর সংখ্যা বাড়াতে চান। পরিচিত কিংবা অপরিচিত কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন। কিন্তু অপরপক্ষ সেই রিকোয়েস্টে সাড়া দিল না। এখন কী করবেন? নতুন করে অন্যদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন? নাকি ফেসবুক চালানোই ছেড়ে দেবেন?
আপনার ক্ষেত্রেও যদি এমনটা হয়, তবে বুঝবেন আপনার ফেসবুক প্রোফাইল দেখে অন্যরা খুশি হতে পারেননি। আপনি আসলে নিজেকে ফেসবুকে সেভাবে উপস্থাপন করতে পারেননি। দোষটা আপনারই! অপরপক্ষের নয়।
ব্যক্তি জীবনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তাদের সঙ্গেই বন্ধুত্ব করি যাদের ভালো লাগে।
নতুন নতুন বন্ধুত্ব তৈরি এবং তাদের সঙ্গে তথ্য আদানপ্রদানই ফেসবুক ব্যবহারের প্রধান কারণ।
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে প্রোফাইল ফটো অত্যন্ত গুরুপূর্ণ। যখন অন্য কোনও প্রোফাইলের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে ইচ্ছুক থাকেন তখন অবশ্যই প্রোফাইল ফটোতে নিজের ছবি রাখা দরকার। কেননা, প্রোফাইলে নিজের ছবি না থাকলে অনেকেই ভাবেন সেটা ফেক প্রোফাইল। এবং তার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হলেও অনেকেই তা গ্রহণ করেন না।
প্রোফাইল বায়ো
প্রত্যেকের ফেসবুক প্রোফাইল সঠিকভাবে সাজানো দরকার। কারণ কোনও প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকয়েস্ট পাওয়ার পর সবাই সেই প্রোফাইল সম্পর্কে খুঁটিয়ে দেখেন। সেকারণে প্রোফাইল বায়ো ভালো করে লেখা দরকার।
প্রোফাইল ফটো
অনেক ফেসবুক ব্যবহারকারী রয়েছেন যারা নিজের প্রোফাইল ফটোতে ফল, ফুল, গাছ, অন্য বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক বস্তুর ছবি দিয়ে রাখেন। এক্ষেত্রেও অন্য অ্যাকাউন্টের কাছে এই ধরনের প্রোফাইলের গ্রহণযোগ্যতা কমে। এই ধরনের প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও অনেকে তা গ্রহণ করেন না।
প্রোফাইল লক
ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইল লক করার সুবিধা দিয়েছে। এর ফলে যে কেউ নিজের প্রোফাইল লক করে রাখতে পারেন। লক করা অবস্থায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অনেকেই তা গ্রহণ করেন না। কারণ, ফ্রেন্ড রিকোয়েস্ট পেলেও প্রোফাইল সম্পর্কে কোনও স্বচ্ছ ধারণা তৈরি হয় না। এমনকি প্রোফাইল ফোটো দেখতেও সমস্যা হয়। সেকারণে এই ধরনের প্রফাইলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না অনেকেই।
অপরিচিতকে ফ্রেন্ড রিকোয়েস্ট
অপরিচিত কোনও ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট নাও হতে পারে। সেকারণে ফেসবুকে যে ফ্রেন্ড সাজেশন পাঠায় সেগুলোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। সেক্ষেত্রে অ্যাকসেপ্টের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। কারণ আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কে অ্যাকসেপ্ট করতে পারেন তার বিচারেই ওই সাজেশন তৈরি করে ফেসবুক।
ফেসবুকে ফোন নম্বর লিংক করুন
ফেসবুকের সঙ্গে নিজের ফোন নম্বর লিংক করে রাখলে ফেসবুকের সাজেশন আরও ভালো হয়। কারণ সেই ফোন নম্বরের কনট্যাক্ট ডিটেলস ট্র্যাক করে পরিচিত মানুষদের খুঁজে বের করে ফেসবুক। এবং তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়।
এজেড