images

তথ্য-প্রযুক্তি

হঠাৎ ভূমিকম্প শুরু হলে কী করবেন, কী করবেন না

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২১ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

হঠাৎ ভূমিকম্প শুরু হলে মানুষ সাধারণত আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু কয়েক সেকেন্ডের ভেতর নেওয়া সঠিক সিদ্ধান্ত জীবন বাঁচাতে পারে। ভূমিকম্পের সময় কী করবেন, কোন কাজগুলো একেবারেই করা যাবে না এবং আতঙ্ক কাটিয়ে কীভাবে নিরাপদে থাকবেন—এসব নিয়ে জরুরি নির্দেশনা তুলে ধরা হল।

drop-cover-hold-on-logo

ভূমিকম্প হলে প্রথমেই যা করবেন

শান্ত থাকুন এবং দ্রুত আশ্রয় নিন

আতঙ্ক ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তাই প্রথম কাজ হচ্ছে নিজেকে স্থির রাখা।

‘ড্রপ, কভার, হোল্ড’ নিয়ম অনুসরণ করুন

ড্রপ: মাটিতে বসে পড়ুন বা হাঁটু গেড়ে বসুন

কভার: মাথা ও ঘাড় টেবিল, ডেস্ক বা শক্ত কোনও কিছুর নিচে ঢেকে রাখুন

হোল্ড: জিনিসটি নড়লে শক্ত করে ধরে থাকুন

জানালা ও কাঁচের জিনিস থেকে দূরে থাকুন

আরও পড়ুন:ভূমিকম্পে পুরান ঢাকায় ভবন ধস, নিহত ৩

শক্ত কম্পনে কাঁচ ভেঙে ছিটকে মানুষকে আহত করতে পারে।

বৈদ্যুতিক সুইচ, লিফট বা আগুনের উৎস থেকে দূরে থাকুন

আগুন লাগা বা শক লাগার ঝুঁকি থাকে।

image_870x_651ba921e100d

ভূমিকম্পের সময় করণীয়

যদি ঘরের ভেতরে থাকেন

পিলার, ভেতের দেয়াল বা ভারী টেবিলের নিচে আশ্রয় নিন।

দরজার ফ্রেমের নিচে দাঁড়ানো এখন আর নিরাপদ হিসেবে বিবেচিত নয়; বরং শক্ত আসবাবের নিচে থাকাই উত্তম।

বুক ও মাথা রক্ষা করতে হাত ব্যবহার করুন।

মোবাইল ফোনে কথা বলার চেষ্টা না করে কেবল জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকুন।

শিশু বা বৃদ্ধ থাকলে আগে তাদের রক্ষা করুন।

Earthquake-Safety-Advances-and-Innovations

যদি বাইরে থাকেন

বিল্ডিং, বৈদ্যুতিক খুঁটি, গাছ ও সেতুর নিচ থেকে দূরে সরে যান।

খোলা জায়গায় দাঁড়িয়ে মাথা দু হাত দিয়ে ঢেকে রাখুন।

গাড়িতে থাকলে নিরাপদে থামিয়ে ভিতরে থাকুন। বাইরে নামলে পড়ে যাওয়া বস্তুতে আঘাত লাগতে পারে।

যদি ভিড়ের মধ্যে থাকেন (মার্কেট, অফিস, স্কুল)

দৌড়াদৌড়ি করবেন না—এতে হুড়াহুড়িতে আহত হওয়ার ঝুঁকি বাড়ে।

নির্দেশনা থাকলে তাৎক্ষণিকভাবে পালন করুন।

সিঁড়ি ব্যবহার করতে গিয়ে ভিড় করবেন না।

587269435_25869096896030394_5683392017599126760_n

ভূমিকম্পের সময় যা করবেন না

লিফট ব্যবহার করবেন না – আটকে পড়ার সম্ভাবনা বেশি।

বারান্দা বা ছাদে দৌড়ে যাবেন না – বিল্ডিং ধসে পড়লে বিপদ দ্বিগুণ হবে।

মোমবাতি বা আগুন জ্বালাবেন না – গ্যাস লিকের সম্ভাবনা থাকে।

জানালা খুলতে যাবেন না – কাঁচ ভেঙে আঘাত লাগতে পারে।

দৌড়াদৌড়ি বা চিৎকার করে আতঙ্ক ছড়াবেন না – এতে অন্যরাও দিশেহারা হয়ে পড়তে পারে।

earth

ভূমিকম্প থেমে যাওয়ার পর করণীয়

নিজের অবস্থা দেখে নিন এবং আশপাশে কেউ আহত হলে সাহায্য করুন।

গ্যাস লাইন, বৈদ্যুতিক সংযোগ ও পানি লাইন পরীক্ষা করুন।

প্রয়োজন ছাড়া ঘর বা অফিসে প্রবেশ করবেন না।

অফটারশক আসতে পারে—সতর্ক থাকুন।

মোবাইল নেটওয়ার্ক ব্যস্ত থাকতে পারে, তাই জরুরি বার্তা SMS-এ পাঠান।

আহত বা ফেঁসে পড়া ব্যক্তিকে দেখতে পেলে সরানোর চেষ্টা করার আগে উদ্ধারকারী দলকে খবর দিন।

Earthquake-Myanmar-1-86773a3f167b43dbc51b72569537a621

আতঙ্ক এড়াতে যেসব প্রস্তুতি থাকা জরুরি

বাসায় জরুরি ব্যাগ রাখুন (টর্চ, পাওয়ার ব্যাংক, ব্যান্ডেজ, পানি, শুকনো খাবার, ওষুধ)।

প্রতিটি পরিবারের সদস্যকে ভূমিকম্পের আচরণবিধি শেখান।

আরও পড়ুন: আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় ছিল?

বাসার ভারী আলমারি ও আসবাবগুলো দেয়ালে শক্তভাবে আটকান।

নিয়মিত ড্রিল করলে আতঙ্ক অনেক কমে যায়।

ভূমিকম্প কখন, কোথায়, কত বড় আঘাত হানবে—এটা কেউ বলতে পারে না। কিন্তু সচেতনতা, সঠিক সিদ্ধান্ত ও দ্রুত করণীয় জানলেই ক্ষয়ক্ষতি অনেক কমানো সম্ভব। আতঙ্ক নয়, প্রস্তুতি—এই দিকেই গুরুত্ব দেওয়া জরুরি।

এজেড