images

তথ্য-প্রযুক্তি

২০২৬ সালে চারটি গ্রহণ: একটি দেখা যাবে বাংলাদেশে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পিএম

২০২৫ শেষ হতে চলেছে। নতুন বছর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অনেকেরই কৌতূহল—কেমন হবে ২০২৬ সাল? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের অবস্থান ও চলাচলের মতোই সূর্য ও চন্দ্র গ্রহণও মানবজীবনে প্রভাব ফেলতে পারে। আগামী বছর মোট চারটি গ্রহণ ঘটবে—দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। জেনে নিন কবে, কখন, কোথায় কোন গ্রহণ দেখা যাবে।

প্রথম চন্দ্রগ্রহণ

তারিখ: ৩ মার্চ, মঙ্গলবার
ধরন: আংশিক চন্দ্রগ্রহণ
দেখা যাবে: বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ থেকে দৃশ্যমান হবে এই গ্রহণটি।

প্রথম সূর্যগ্রহণ

তারিখ: ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার (ফাল্গুন মাসের অমাবস্যা)
ধরন: আংশিক সূর্যগ্রহণ
দেখা যাবে না: বাংলাদেশে দৃশ্যমান হবে না। তাই এর কোনও ধর্মীয় তাৎপর্য বা সূতককাল প্রযোজ্য নয়।

eclipse_pic

দ্বিতীয় চন্দ্রগ্রহণ

তারিখ: ২৮ আগস্ট, শুক্রবার
ধরন: আংশিক চন্দ্রগ্রহণ
দেখা যাবে না: বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না।

দ্বিতীয় সূর্যগ্রহণ

তারিখ: ১২ আগস্ট, বুধবার (শ্রাবণ মাসের অমাবস্যা)
ধরন: আংশিক সূর্যগ্রহণ
দেখা যাবে না: বাংলাদেশে দৃশ্যমান হবে না।

২০২৬ সালের চারটি গ্রহণের মধ্যে শুধুমাত্র ৩ মার্চের চন্দ্রগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে। 

গ্রহণ একটি প্রাকৃতিক জ্যোতির্বিদ্যা বিষয়ক ঘটনা, যা প্রতি বছরই বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে থাকে।

এজেড