images

তথ্য-প্রযুক্তি

স্মার্টফোন দিনে কতবার চার্জ দেওয়া উচিত?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ এএম

আজকের দিনে স্মার্টফোন ছাড়া জীবন কল্পনা করা যায় না। সকাল থেকে রাত পর্যন্ত যোগাযোগ, কাজ, বিনোদন—সবকিছুতেই নির্ভর করতে হয় এই যন্ত্রের উপর। কিন্তু প্রতিদিন ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে একটাই প্রশ্ন মাথায় ঘোরে—ফোনে কতবার চার্জ দেওয়া ঠিক? আর বারবার চার্জে বসালে কি ব্যাটারির ক্ষতি হয়? বিশেষজ্ঞরা বলছেন, চার্জ দেওয়ার সঠিক সময় জানলে ব্যাটারি টিকে থাকবে অনেক বছর।

চার্জ দেওয়ার সঠিক সময়

অনেকে অভ্যাসবশত ফোনে একটু খানি চার্জ শেষ হলেই চার্জে বসান, আবার কেউ অপেক্ষা করেন যতক্ষণ না ফোন একেবারে বন্ধ হয়ে যায়। কিন্তু দুইটাই ভুল অভ্যাস।
বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনের ব্যাটারি সবচেয়ে ভালো কাজ করে যখন চার্জ ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখা হয়।
অর্থাৎ, চার্জ ২০ শতাংশের নিচে নেমে গেলে চার্জে দেওয়া উচিত এবং ৮০–৮৫ শতাংশে পৌঁছালে চার্জার খুলে নেওয়া ভালো। এতে ব্যাটারির আয়ু দীর্ঘ হয়।

ঘন ঘন চার্জ দেওয়া কি ক্ষতিকর?

ফোন ঘন ঘন চার্জে বসানো ততটা ক্ষতিকর নয়, যতক্ষণ পর্যন্ত আপনি চার্জ পুরো ১০০ শতাংশ না করেন বা ফোন অতিরিক্ত গরম না হয়।
আধুনিক ফোনগুলোতে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়, যা আংশিক চার্জে অভ্যস্ত।

তবে দিনে বারবার “ফাস্ট চার্জার” ব্যবহার করলে বা চার্জ দেওয়ার সময় ফোনে গেম খেলা, ভিডিও দেখা বা কল করলে ব্যাটারির তাপমাত্রা বাড়ে, যা দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে।

একেবারে ০ শতাংশে নামানো বিপজ্জনক

অনেকে মনে করেন, পুরো চার্জ শেষ না হলে ব্যাটারি ভালো হয় না। আসলে এটি একটি পুরোনো ধারণা। বর্তমান লিথিয়াম-আয়ন ব্যাটারি একেবারে ০ শতাংশে নামানো হলে তার কোষে অতিরিক্ত চাপ পড়ে, ফলে ধীরে ধীরে ব্যাটারির ধারণক্ষমতা কমে যায়। তাই ফোনের চার্জ কখনোই পুরোপুরি শেষ হতে দেওয়া উচিত নয়।

chargr

রাতভর চার্জে রাখা উচিত কি না

অনেকে অভ্যাসবশত ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। যদিও আধুনিক স্মার্টফোনে অটো-কাট প্রযুক্তি থাকে, তারপরও দীর্ঘ সময় চার্জে রেখে দেওয়া ভালো নয়।
ব্যাটারি পূর্ণ হওয়ার পরও চার্জারের তাপ ও ভোল্টেজের ওঠানামা ফোনের অভ্যন্তরীণ সার্কিটে প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ

ফোনে সবসময় মূল কোম্পানির চার্জার ব্যবহার করুন।

চার্জ দেওয়ার সময় মোবাইল কভার খুলে রাখুন, যাতে গরম না হয়।

চার্জ দেওয়ার সময় গেম খেলা বা ভারী অ্যাপ চালানো থেকে বিরত থাকুন।

ফোনের চার্জ ২০–৮০ শতাংশের মধ্যে রাখার অভ্যাস গড়ে তুলুন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে ফোনে কতবার চার্জ দেওয়া উচিত?

সঠিক নিয়মে চার্জ দিলে ফোনের ব্যাটারি টিকবে দীর্ঘদিন, কর্মক্ষমতাও থাকবে ঠিকঠাক। ঘন ঘন চার্জে বসানো নয়, বরং চার্জ দেওয়ার সময় ও পদ্ধতিই আসল চাবিকাঠি।

এজেড