images

তথ্য-প্রযুক্তি

ফোনে স্টেরিও স্পিকার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৭ এএম

স্টেরিও স্পিকার সমৃদ্ধ শক্তিশালী ব্যাটারির ফোন বাজারে এলো। এটি শাওমির পোকো ফোন। পোকো শাওমির সাব-ব্র্যান্ড। নতুন ফোনের মডেল পোকো এম৪ প্রো ফাইভজি। 

এই ফোনে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডায়মেনসিটি ৮১০ চিপসেট। এর ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ। ডিভাইসটিতে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। টপ ভেরিয়েন্টে থাকছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি র‌্যাম। 

নীল, হলুদ ও কালো রঙে পাওয়া যাবে নতুন পোকো ফোন।

ডুয়াল সিমের ফোনটি চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। সঙ্গে আছে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস এমআইইউআই ১২.৫ স্ক্রিন। 

poco phoneএই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ। টাচ স্যামপ্লিং রেট ২৪০ হার্জ। ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮১০ চিপসেট। সঙ্গে রয়েছে ৮ জিবি র‌্যাম।

ডিভাইসটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের সেন্সরের সঙ্গে থাকছে এফ/১.৮ অ্যাপারচার। ফোনের পিছনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের ডিসপ্লের হোল পাঞ্চের নিচে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।

৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ফোনটিতে ফাইভ জি কানেক্টিভিটি রয়েছে। 

এজেড