images

তথ্য-প্রযুক্তি

অপো এ৬ ৫জি: শক্তিশালী ব্যাটারি নিয়ে নতুন ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৩ অক্টোবর ২০২৫, ১১:০০ এএম

চীনে লঞ্চ হয়েছে অপো এ৬ ৫জি। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ রয়েছে। চাইলে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানো যাবে।

অপো এ৬ ৫জি ফোনে আছে ৬.৫৭ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে। রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেন্সর, যা ১০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ফোনটি ডাস্ট ও ওয়াটার রেজিসট্যান্ট, এবং চলছে অ্যান্ড্রয়েড ১৫-এ, যার উপর থাকছে ColorOS 15। এতে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে। আপাতত তিনটি রঙে পাওয়া যাচ্ছে এই মডেল, যা কেনা যাবে অপোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তবে ভারতের বাজারে ফোনটি কবে আসবে তা এখনো নিশ্চিত হয়নি।

oppo

এদিকে ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে অপো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশন। এটি মূলত স্ট্যান্ডার্ড রেনো ১৪-এর মতো হলেও বিশেষত্ব রয়েছে এর ব্যাক প্যানেলে। এখানে মান্ডালা আর্টের ডিজাইন যুক্ত করা হয়েছে এবং থাকছে GlowShift প্রযুক্তি, যা ব্যবহারকারীর দেহের তাপমাত্রা অনুযায়ী ফোনের রঙ কালো থেকে সোনালি করে দেবে।

আরও পড়ুন: শাওমি আনল দুই ডিসপ্লের স্মার্টফোন

অপো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশন এসেছে একটিমাত্র কনফিগারেশনে—৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। ভারতে দাম ৪০ হাজার রুপি।

এজেড