images

তথ্য-প্রযুক্তি

শাওমি আনল দুই ডিসপ্লের স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০২ অক্টোবর ২০২৫, ১০:৩৪ এএম

চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো শাওমির নতুন স্মার্টফোন শাওমি ১৭ প্রো ম্যাক্স। বহু প্রতীক্ষিত এই মডেলটিতে থাকছে ডুয়াল ডিসপ্লে, লাইকা টিউনড ক্যামেরা ব্যবস্থা ও শক্তিশালী ব্যাটারি, যা ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি কেড়েছে।

শাওমির নতুন ফোনের ফিচার

ডিভাইসটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির ২কে অ্যামোলেড প্রধান ডিসপ্লে। এর পাশাপাশি ক্যামেরা অংশের পিছনে একটি ছোট ডিসপ্লে রয়েছে, যেখানে অ্যালার্ম, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রতিকৃতি ও অ্যানিমেশন ব্যবহার করা যাবে। শাওমির দাবি, বিশেষ খাপ ব্যবহার করলে এই পিছনের ডিসপ্লেকে হাতে ধরা গেম খেলার যন্ত্র হিসেবেও ব্যবহার করা সম্ভব।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক হাইপারওএস ৩।

ক্যামেরা অংশে থাকছে তিনটি সেন্সর—

৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর

৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স

৫ গুণ অপটিক্যাল জুম সমর্থিত ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স

সবগুলো ক্যামেরাই লাইকা টিউনড প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ।

xiaomi

ব্যাটারি

শাওমি ১৭ প্রো ম্যাক্স-এ থাকছে ৭৫০০ এমএএইচ ব্যাটারি। এটি ১০০ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং এবং ৫০ ওয়াট তারবিহীন চার্জিং সমর্থন করবে। ফোনটির ওজন মাত্র ১৯২ গ্রাম এবং পুরুত্ব ৮ মিলিমিটার।

আরও পড়ুন: জানুন ফোনের ব্যাককভার কত দিন পরপর বদলাবেন

দাম

চীনা বাজারে ফোনটির দাম শুরু হয়েছে ৫,৯৯৯ ইউয়ান থেকে। সর্বোচ্চ সংস্করণের দাম ৬,৯৯৯ ইউয়ান। তুলনায়, এটি আইফোন ১৭ প্রো ম্যাক্সের চেয়ে প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে।

এজেড