তথ্যপ্রযুক্তি ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম
বৃষ্টি কিংবা অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে মোবাইল ফোন ভিজে যাওয়া খুবই সাধারণ একটি ঘটনা। তবে এ সময় সামান্য ভুল পদক্ষেপ নিলে ফোনের ভেতরের সার্কিট শর্ট হয়ে স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। তাই সচেতনভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
হ্যা। ফোন ভিজে গেলে প্রথম করণীয় হলো ফোন সঙ্গে সঙ্গে বন্ধ করে রাখা। কারণ ফোন চালু থাকলে পানির কারণে শর্ট সার্কিট হতে পারে, যা ব্যাটারি, মাদারবোর্ড বা ডিসপ্লে স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে।
ভিজে যাওয়া ফোন কখনোই চালু অবস্থায় ব্যবহার করবেন না।
যদি ফোনে রিমুভেবল ব্যাটারি থাকে, তাহলে সেটি সঙ্গে সঙ্গে খুলে ফেলুন। সিম ও মেমোরি কার্ডও বের করে শুকনো কাপড়ে মুছে ফেলুন।
ফোনের বাইরের অংশ নরম ও শুকনা কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলুন। তোয়ালে বা কাগজের টিস্যুও ব্যবহার করা যেতে পারে।
অনেকে ভেবে থাকেন গরম হাওয়া দিয়ে শুকালে ফোন দ্রুত ঠিক হয়ে যাবে। আসলে এতে ভেতরের সার্কিট অতিরিক্ত গরম হয়ে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

প্রচলিত একটি পদ্ধতি হলো ভিজে যাওয়া ফোন কাঁচা চাল ভর্তি পাত্রে ২৪ থেকে ৪৮ ঘণ্টা রেখে দেওয়া। চাল আর্দ্রতা শুষে নেয়, ফলে ভেতরের পানি বের হয়ে আসে।
চালের মতো সিলিকা জেলও আর্দ্রতা শোষণ করে। ফোনকে সিলিকা জেল প্যাকেটে রাখলে আরও কার্যকরভাবে পানি শুকিয়ে যায়।
ফোন হালকা ভিজে গেলেও সঙ্গে সঙ্গে চার্জে দেবেন না।
ফোন ঝাঁকাবেন না, এতে ভেতরের পানি আরও ছড়িয়ে পড়তে পারে।
তাড়াহুড়ো করে সার্ভিস সেন্টারে নেওয়ার আগে অন্তত একদিন ভালোভাবে শুকাতে দিন।
আরও পড়ুন: বৃষ্টিতে মোবাইল ফোন ভিজে গেলে কী করবেন, কী করবেন না
বৃষ্টিতে বা পানিতে ফোন ভিজে গেলে প্রথমেই সেটি বন্ধ করে রাখা সবচেয়ে জরুরি পদক্ষেপ। এরপর ধীরে ধীরে শুকানোর ব্যবস্থা নিতে হবে। সবকিছু করার পরও যদি ফোন চালু না হয় বা অস্বাভাবিক আচরণ করে, তবে অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়া উচিত।
এজেড