images

তথ্য-প্রযুক্তি

আইফোন ১৭ সিরিজের ফোন আনল অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ এএম

অবশেষে বাজারে এলো আইফোন ১৭ সিরিজের চারটি মডেল। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার অ্যাপেলের  ‘অ ড্রপিং’ (Awe Dropping) ইভেন্টে লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং ব্র্যান্ড-নিউ আইফোন এয়ার লঞ্চ হয়েছে।

মঙ্গলবার আয়োজিত ইভেন্টে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক ও শীর্ষ কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্যের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

টিম কুক একে উল্লেখ করেছেন ‘আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে।

আইফোন ১৭ সিরিজ

নতুন মডেলগুলোতে কাচের বদলে যুক্ত হয়েছে আরও টেকসই সিরামিক শিল্ড পর্দা।

আইফোন ১৭ প্রো: বড় ব্যাটারি, বেশি মেমোরি ও উন্নত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।

আইফোন এয়ার: তৈরি হয়েছে স্পেসক্রাফট টাইটানিয়াম দিয়ে, পুরু মাত্র ৫.৬ মিলিমিটার, সামনের ও পেছনের ক্যামেরা যুক্ত।

অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জন টার্নাস বলেন, “ফোনটি এতটাই হালকা ও পাতলা যে হাতে নিলেই মনে হবে কিছুই নেই।”

পর্দার আকার ও রং

আইফোন ১৭ ও ১৭ প্রো – ৬.৩ ইঞ্চি

আইফোন এয়ার – ৬.৫ ইঞ্চি

আইফোন ১৭ প্রো ম্যাক্স – ৬.৯ ইঞ্চি

নতুন রঙ:

আইফোন ১৭ – ল্যাভেন্ডার

আইফোন এয়ার – আকাশি নীল

আইফোন ১৭ প্রো – কসমিক কমলা

17

দাম

আইফোন ১৭ (২৫৬ জিবি): ৭৯৯ ডলার (গত বছর ৮৯৯ ডলার ছিল)

আইফোন ১৭ প্রো: ১,০৯৯ ডলার থেকে

আইফোন ১৭ প্রো ম্যাক্স: ১,১৯৯ ডলার থেকে

আইফোন এয়ার (২৫৬ জিবি): ৯৯৯ ডলার থেকে

এয়ারপডস প্রো ৩

তিন বছর পর বড় পরিবর্তন এসেছে এয়ারপডসে।

উন্নত অডিও

কার্যকর নয়েজ ক্যানসেলেশন

হৃৎস্পন্দন মাপার সুবিধা

সরাসরি ভাষা অনুবাদ প্রযুক্তি

অ্যাপলের দাবি, এয়ারপডস প্রো ৩ কানে দিয়ে ইংরেজি ভাষাভাষী ব্যক্তির কথা তাৎক্ষণিকভাবে স্প্যানিশে অনুবাদ করে শোনাবে, আবার স্প্যানিশও ইংরেজিতে অনুবাদ করবে।

দাম: ২৪৯ ডলার।

নতুন অ্যাপল ওয়াচ

তিনটি সংস্করণ এসেছে—

অ্যাপল ওয়াচ সিরিজ ১১: সবচেয়ে পাতলা ও আরামদায়ক, ৫জি সংযোগ, ২৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ।

অ্যাপল ওয়াচ এসই ৩: শক্তিশালী চিপ, সব সময় পর্দা চালু রাখার সুবিধা।

অ্যাপল ওয়াচ আলট্রা ৩: বড় পর্দা, ৪২ ঘণ্টার ব্যাটারি, স্যাটেলাইট সংযোগ।

স্বাস্থ্যসেবা ফিচার

রক্তচাপ মাপার নতুন সেন্সর

ঘুমের মান নির্ণয়ে স্লিপ স্কোর

এয়ারপডস প্রো ৩–এ হৃৎস্পন্দন ও ক্যালরি খরচ মাপার সুবিধা

অ্যাপল ফিটনেস অ্যাপে ৫০ ধরনের ব্যায়ামের তথ্য শনাক্ত

আরও পড়ুন: আইফোন ১৭ সিরিজের ফোনের ব্যাটারিতে থাকছে চমক

কবে বাজারে আসবে?

অ্যাপলের ঘোষণা অনুযায়ী, নতুন আইফোন, অ্যাপল ওয়াচ ও এয়ারপডস ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

এজেড